বরিশালের বানারীপাড়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ছাব্বির মোর্শেদ শিশির ওরফে বাবু নামে এক ব্যবসায়ী। বুধবার দিবাগত রাত ১১টার দিয়ে বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অবস্থানকালে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
আহত বাবু বানারীপাড়া পৌর এলাকার বাসিন্দা ও রড সিমেন্টের ব্যবসায়ী।
হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাবু বলেন, ঘটনার সময় ফেরিঘাট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অন্যদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করেই স্থানীয় ক্যাডার ও বানারীপাড়া পৌরসভার কলেজগেট সংলগ্ন এলাকার বাসিন্দা তপু পেছন দিক থেকে আমার ওপর হামলা চালায় এবং মারধর শুরু করে।
তিনি বলেন, তপুর কাছে মারধরের কারণ জানতে চাইলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সমালোচনা করার মিথ্যে অভিযোগ এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
হামলার সময় তপুর সাথে সাগর নামে আরও একজন ছিলো জানিয়ে তিনি বলেন, তপুকে এর আগে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিলো র্যাব। তার সেই মামলায় সাজাও হয়েছিলো।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম মাসুদ আলম চৌধুরী জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।