শিরোনাম:
ফ্রি বা কম খরচে আন্তর্জাতিক মানের পড়াশোনার সুযোগ কম খরচে ভিয়েতনাম ভ্রমণ: ভিয়েতনাম টুরিস্ট ভিসার খরচসহ বিস্তারিত তথ্য কানাডায় গেলে ফিরে আসতে না চাওয়ার রহস্য: কানাডার সকল অজানা তথ্য ও সুযোগ-সুবিধা অফিসিয়াল ওয়েবসাইটের লিস্ট সহ ঘরে বসে বিভিন্ন দেশের ভিসা চেক করার উপায় ফ্রিতে কিংবা কম খরচে এবার মিলবে এমবিবিএস জার্মানি স্কলারশিপ ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া | টিকিট কাটার নিয়ম সম্পর্কিত বিস্তারিত সব তথ্য একসাথে  বিদেশে ডাক্তারি পড়ার খরচ কত: কোন দেশে কম খরচে ডাক্তারি পড়া যায় বিদেশে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো এবং কিভাবে আবেদন করবেন অস্ট্রেলিয়ায় কাজের ভিসা: বেতন মাসে ৩ থেকে ৭ লাখ টাকা  ফুল ফান্ড স্কলারশিপ: বিদেশে পড়াশোনার করুন একেবারে ফ্রিতে

কম খরচে ইউরোপ ভ্রমণ

৫০,০০০ টাকারও কমে ঘুরে আসুন ইউরোপের বিভিন্ন দর্শনীয় স্থান

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৯ জুলাই, ২০২৫
৫০,০০০ টাকারও কমে ঘুরে আসুন ইউরোপের বিভিন্ন দর্শনীয় স্থান.jpg

৫০,০০০ টাকারও কমে ঘুরে আসুন ইউরোপের বিভিন্ন দর্শনীয় স্থান

আমাদের ধারণামতে বিদেশ ভ্রমণ মানেই প্রচুর খরচ, ভিসার ঝামেলা আর জমানো টাকা শেষ করে ফেলা। কিন্তু বর্তমানে এমন ধারণা কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে। কারণ এখন আপনি চাইলেই কিন্তু ৫০,০০০ টাকারও কমে ইউরোপ ঘেঁষা অনেক দেশ ঘুরে আসতে পারেন! তো চলুন, আর দেরি না করে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে বিদেশে কম খরচে ঘোরার জায়গা সম্পর্কে জেনে আসা যাক।

৫০,০০০ টাকারও কমে ইউরোপের বিভিন্ন দর্শনীয় স্থান

বিদেশে কম খরচে ঘুরতে আপনাকে খুব ট্যাকনিকালি এবং স্মার্টলি জায়গা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনি ঘোরার জায়গা, ওখানকার এটমস্ফেয়ার, বাজারের দাম, বাজেট ফ্রেন্ডলি ফ্লাইট এবং হোটেল ব্যবহার করতে পারেন। তাছাড়া বছরের নির্দিিষ্ট একটা টাইমে অফার চলমান থাকায় খরচ কিন্তু অনেকটাই সাশ্রয় হয়৷ সুতরাং অফার বুঝে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন। চলুন জেনে আসা যাক বিদেশের কিছু বাজেট ফ্রেন্ডলি প্লেস সম্পর্কে।

ইস্তানবুল, তুরস্ক

বিখ্যাত ওসমানীয় সাম্রাজ্যের লালনভূমি নামে খ্যাত এই তুরস্ক। আর ইস্তাম্বুল হলো ইতিহাস ও আধুনিকতার এক অনন্য নিদর্শন। তুরস্কের প্রাণকেন্দ্র ইস্তানবুলে দেখতে পাবেন হায়া সোফিয়া, ব্লু মস্ক, গ্র্যান্ড বাজার, বসফরাস প্রণালীসহ ইতিহস ঘেরা নানা স্থান।

খরচের ক্ষেত্রে  ফ্লাইট ৳৩০,০০০-৩৫,০০০ রিটার্নসহ, ভিসা ফি $২০-৩০, হোটেল খরচ ৳১,২০০-১,৮০০ পার নাইট এবং খাবার ও আদার্স মিলিয়ে খরচ হবে ১০০০-১৫০০ প্রতিদিন। পাঁচ দিনের জন্য তুরস্কে ঘুরতে আপনার প্রায় ৫৫ থেকে ৬০ হাজার টাকা খরচ হবে।

কায়রো, মিশর

বিদেশে কম খরচে ঘোরার জায়গা হিসেবে আপনার লিস্টে মিশরেরও থাকা উচিত। গিজার পিরামিড, মিশরীয় জাদুঘর, খান-এল খলিলি বাজারসহ নানা ঐতিহাসিক স্থানে ভরপুর এই মিশর।

মিশরে যেতে আপনার খরচ পড়বে ২৫০০০-৩০০০০৳ টাকা ফ্লাইট, হোটেল ১০০০-১৫০০৳ পার নাইট এবং খাবার + ট্যুর গাইড ২০০০৳ পার ডে। সবাইকে টানে কায়রো। পাঁচ দিনের জন্য কায়রোতে ঘুরতে আপনার ৫০০০০-৫৫০০০ টাকা খরচ হবে।

তিরানা, আলবেনিয়া

বিদেশে কম খরচে ঘোরার জায়গার লিস্টের মোস্ট ফেভারিট হলো আলবেনিয়া। স্ক্যান্ডারবেগ স্কয়ার, ব্লকু এরিয়া, ডাজমেল্ট হিলসহ অসম্ভব সুন্দর ন্থানসমূহে ঘুরে মনকে ফ্রেশনেস দিতে পারেন।

এক্ষেত্রে খরচ হবে ফ্লাইট ৳৩৫,০০০-৪০,০০০৳,
ভিসা ফি ১৫০০০৳, হোটেল ১,০০০–১,৫০০৳ পার নাইট, খাবার + আদার্স ১০০০৳। ৫ দিনের জন্য আলবেনিয়ায় আপনার খরচ হবে ৫৫০০০-৬০০০০ টাকা।

বাকু, আজারবাইজান

ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিকতার অপূর্ব সংমিশ্রণে তৈরি মডার্ণ সিটি বাকু। ফ্লেম টাওয়ার, ওল্ড সিটি, কাস্পিয়ান সাগরের তীরসহ নানা সুন্দর এবং আকর্ষনীয় স্থানে ঞুরতে পারেন আজারবাইজান ভ্রমণে।

আজারবাইজান যেতে খরচ হবে ফ্লাইট ৩০,০০০-৩৫,০০০৳, ই-ভিসা $২৩ হোটেল ৳১,৫০০-২,০০০ পার নাইট এবং খাবার + অন্যান্য ১০০০৳ পার ডেই। পাচ দিনের আজারবাইজান ভ্রমণে আপনার প্রায় ৫৫০০০-৬০০০০৳ খরচ হবে।

তিবিলিসি, জর্জিয়া

প্রকৃতি আর পাহাড় ঘেরা এক স্বর্গরাজ্য হলো তিবলিসি। নরিকালা ফোর্ট, মাদার অব জর্জিয়া, সালফার বাথসসহ অপূর্ব স্থাপত্য আর ইউরোপীয় এস্থেটিকস দেখার সুযোগ মিলবে এখানে।

জর্জিয়ায় যেতে খরচ হবে ফ্লাইট ৳৩৫,০০০-৪০,০০০, ই-ভিসা ফি $২০, হোটেল ৳১,২০০–১,৬০০, খাবার এবং অন্যান্য ১০০০০৳ পার ডে। মোটামুটি ৫৫০০০-৬০০০০ টাকার মধ্যে জর্জিয়ায় আপনি ৫ দিন ঘুরতে পারবেন অনায়াসেই।

ইতি কথা

বিদেশে কম খরচে ঘোরার জায়গা, এর অবস্থান এবং সঠিকভাবে নির্বাচনে আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না। সো সবকিছু ঠিকভাবে মেইনটেইন করতে স্মার্ট একটা প্ল্যান করুন, বাজেট ফ্রেন্ডলি ফ্লাইট এবং হোটেল বুকিং করে আজই বেড়িয়ে পড়ুন। মনে রাখবেন, আপনি বিলিয়নিয়ার না হলেও ট্রাভেলার হতে কিন্ত আপনার কোনো বাঁধা থাকার কথা না! কারণ আজকাল সবকিছুই ইজি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ