নেদারল্যান্ডে পড়ালেখার সুযোগ, বিমানভাড়া ছাড়াও থাকছে প্রতি মাসে ২ হাজার ইউরো

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
লাইডেন ইউনিভার্সিটি
লাইডেন ইউনিভার্সিটি

উচ্চশিক্ষার জন্য আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে থাকে ইউরোপ-আমেরিকার দেশগুলো। বিভিন্ন সময় স্কলারশিপসহ নানা ভাতাও দেয়া হয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে নেদারল্যান্ড। দেশটি পাবলিক রিসার্চভিত্তিক প্রতিষ্ঠান লাইডেন ইউনিভার্সিটিও প্রতিবছর স্কলারশিপ দিয়ে থাকে।

বিশ্ববিদ্যালয়টি ‘মিনার্ভা স্কলারশিপ ফান্ড’-এর মাধ্যমে বিনামূল্যে পড়ালেখার জন্য স্কলারশিপ দেয়। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ালেখার সুযোগ পেয়ে থাকেন। ফান্ডটি মূলত বিভিন্ন গবেষণা ও গবেষণা প্রকল্পের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য।

সুযোগ সুবিধা : নির্বাচিত প্রার্থীর টিউশন ফি মওকুফ, প্রতি মাসে ৯০০ থেকে ২ হাজার ইউরো পর্যন্ত ভাতা দেয়া হবে, গবেষণার জন্য খরচ, আবাসন খরচ এবং যাতায়াতের জন্য বিমানভাড়া দেয়া হবে।

কারা আবেদন করতে পারবেন: প্রার্থীকে প্রথমেই লাইডেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে হবে। প্রোজেক্টগুলো ইন্টার্নশিপ, অধ্যয়ন বা গবেষণাভিত্তিক হতে হবে। প্রোজেক্ট শেষ হওয়ার পর তিন মাসের মধ্যে শিক্ষার্থীকে অবশ্যই প্রতিবেদন ছবিসহ জমা দিতে হবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে: প্রত্নতত্ত্ব, মানবিক, মেডিসিন/এলইউএমসি, গভর্ন্যান্স ও গ্লোবাল অ্যাফেয়ার্স, আইন, সামাজিক ও আচরণমূলক বিজ্ঞান এবং বিজ্ঞান বিষয়ের ওপর আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা অনলাইনে লাইডেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ