সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৭ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
অবৈধ প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাস, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী প্রায় ১৬ হাজার ৫৮৩ জনকে গ্রেফতার করেছে ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সপ্তাহজুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ ফিল্ড ক্যাম্পেইনের সময় তাদের গ্রেফতার করা হয়।

আরো পড়ুন সৌদি থেকে দেশে এল হারুনের লাশের ‘কিছু অংশ’

এদের মধ্যে ১০ হাজার ৭ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৪০৪ জন সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ১৭২ জন শ্রম আইন লঙ্ঘনকারী ছিল বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ প্রবাসী ফ্রি ভিসার ছিলেন। অর্থাৎ এক কোম্পানির ভিসার যেয়ে আরেক কোম্পানিতে কাজ করছিলেন এমন প্রবাসী। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন, তা জানায়নি সৌদি পুলিশ। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত অতিক্রম করে সৌদি আরব প্রবেশকালে ৩২১ জনকে আটক করা হয়। এদেরমধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫১ শতাংশ ইথিওপিয়ান এবং ৬ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়াও ৬৯ জন প্রবাসী সৌদি থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করার সময় ধরা পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ