ঝড় ও ভূমিধসে ফিলিপাইনে নিহত ১০০

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
ঝড় ও ভূমিধসে ফিলিপাইনে নিহত

প্রবল ঝড়ে বিধ্বস্ত ফিলিপাইনে মৃতের সংখ্যা প্রায় ১০০। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এর অর্ধেকের বেশি প্রাণহাণির ঘটে শুক্রবার (২৮ অক্টোবর) মিন্দানাও দ্বীপের দক্ষিণে অবস্থিত গ্রামগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে।

মিন্দানাওয়ের বাংসামোরো অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক প্রধান নাগুইব সিনারিম্বো বলেন, দুই দিন পর কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। তাই এখন উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধারের লক্ষ্যে কাজ করছেন।  সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজের তালিকায় এখনো আছেন ৬৩ জন।

কাদা ও আবর্জনার মাঝে মৃতদেহ খুঁজছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, মৃতদের ঘরবাড়ি পরিষ্কার করার কাজটিতে হাত দিয়েছেন স্থানীয়রা।

ঝড় ‘নালগে’ ফিলিপাইনের গ্রামগুলোকে তছনছ করে দেয়। এতে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক স্থানে বিদ্যুৎ চলে যায়।

ফিলিপাইনে ‘নালগে’ আঘাত হানে ‘অল সেইন্টস’ ডে’ উদযাপনের সময়। এ দিনে দেশটির লাখ লাখ মানুষ তাদের প্রিয়জনের কবর দেখতে যান।  সূত্র : এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ