দক্ষিণ কোরিয়ার সিউলে হ্যালোইন উৎসব পালনকালে পদদলিত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত শতাধিক ব্যক্তি। এ দুর্ঘটনার পর জরুরি সভা ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। খবর বিবিসি, সিএনএনের।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সিউলে হ্যালোইন উৎসবে লাখো মানুষের জমায়েত হয়েছে। এতে বিশাল ভিড়ে পিষ্ট বা হুড়োহুড়িতে অন্তত ১২০ জন নিহত হয়েছেন।
জরুরি পরিষেবার বরাত দিয়ে ইয়নহাপ নিউজ এজেন্সি বলেছে, এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সিউলের ইতাইওন জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে দেশটির কর্মকর্তারা এখনো বলেনি বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে দেশটিতে সন্ধ্যার পূর্বে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিড়কে অনিরাপদ উল্লেখ করে পোস্ট করেছিলেন।
এ ছাড়া একজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, এ ঘটনার পর নাগরিকদের মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠিয়ে দ্রুত ঘরে ফিরে যেতে অনুরোধ জানানো হয়েছে।