‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শাহাদাত বরণকারীদের স্মরণে’ সাতক্ষীরায় বিএনপির শোক র্যালি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকাল ৫ টায় শহরের আমতলা মোড় থেকে র্যালীটি বের হওয়ার পর পরই পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এরপর তারা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করে।
র্যালি ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদল আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।
বিএনপি নেতারা বলেন, তারা ক্ষমতা হারানোর ভয়ে এখন বিএনপির শান্তিপূর্ণ কর্মসুচিতে গুলি বর্ষণ ও হামলা চালানো শুরু করেছে। তবে গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন থেকে আমরা কিছুতেই পিছপা হবো না।