বাংলাদেশে পিন্টারেস্ট সম্পর্কে জানে না এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না। বিশাল অংকের এই ৪৩১ মিলিয়ন ব্যবহারকারীকে যদি আপনি আপনার প্রোডাক্টের গ্রাহক বানাতে পারেন সেক্ষেত্রে আর কি লাগে বলুন! চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজ কিছু স্টেপ ফলো করে পিন্টারেস্ট থেকে আয় করা যায়।
পিন্টারেস্ট পোস্ট আপলোড বা তা প্রোফাইলে শো করার ক্ষেত্রে থিম সেট করার অপশন থাকে। প্রফেশনাল মার্কেটিং করতে চাইলে মানসম্মত থিম ব্যবহার করুন।
যারা মার্কেটিং করতে চান হোক সেটি প্রোডাক্ট, সার্ভিস বা অন্য যেকোনো কিছু, সেক্ষেত্রে অবশ্যই মানসম্মত এবং আকর্ষণীয় ডেসক্রিপশন দিন। এসব ডেসক্রিপশনে যদি কোনো অফার বা ডিসকাউন্ট রাখতে চান তা চেষ্টা করুন একেবারে পোস্টের শুরুতে দেওয়ার।
ফেইক কোনো জিনিসপত্রের মার্কেটিং করবেন না। পিন্টারেস্ট থেকে আয় করার জন্যে অনেকেই মাত্রাতিরিক্ত ফেইক পোস্ট আপলোড করে থাকে। যা পুরোপুরি ভুল প্র্যাকটিস। এমনটা না করে মানসম্মত প্রোডাক্ট নিয়ে কাজ করুন এবং মার্কেটিং করুন।
যেহেতু অনলাইনে প্রোডাক্ট সেল করার সময় গ্রাহক সরাসরি আপনার প্রোডাক্ট চেক করতে পারবে না সেহেতু আপনাকে অবশ্যই তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার ক্ষেত্রে বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে ভালো মানের মিডিয়া যেমন ছবি, ভিডিও বা মিউজিক ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করুন।
মাঝেমধ্যে বেশকিছু ট্রেন্ড অডিয়েন্সকে অনেক বেশি আকর্ষিত করে। এক্ষেত্রে সেসব ট্রেন্ডের সাথে আপনার প্রোডাক্টের সামঞ্জস্য রেখে, ট্রেন্ডি হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট আপলোড করুন। এতে করে দেখবেন আপনার গ্রাহকসংখ্যা হু হু করে বেড়ে গেছে।
যেকোনো পোস্ট আপলোড করার সময় তা ভালোভাবে অপটিমাইজড করে নিন। টাইটেল, ডেসক্রিপশন এবং মিডিয়াসহ সবকিছু যেনো অন্তত আপনার চোখে ১০০ তে ১০০ হয় তা নিশ্চিত করুন। পাশাপাশি অডিয়েন্সরা সার্চ করে এমন কিওয়ার্ড বাছাই করুন।
পিন্টারেস্ট থেকে আয় করতে ক্রিয়েটর ফান্ড ব্যবহার করুন। এটি যারা কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করে এই মিডিয়া থেকে আয় করতে চান না তাদের জন্য। এর মাধ্যমে পরবর্তীতে আপনার ক্রিয়েটর রিওয়ার্ডস এপ্রুভ হলে কন্টেন্ট তৈরির জন্য অডিয়েন্সের উপর ভিত্তি করে আর্নিং করার সুযোগ পাবেন। এক্ষেত্রে:
আপনি চাইলে পিন্টারেস্ট থেকে আয় করার উপায় হিসাবে প্রমোট করতে পারেন। হতে পারে সেটি আপনার নিজের যেকোনো ক্যাটাগরির ওয়েবসাইট অথবা অর্থের বিনিময়ে কাজ করতে চাওয়া অন্য যেকোনো ব্র্যান্ড। এই ধরণে প্রমোটের মাধ্যমে প্রমোশন আর্নিংয়ের পাশাপাশি ক্রিয়েটর ফান্ড বা ক্রিয়েটর রিওয়ার্ড থেকেও আর্নিংয়ের সুযোগ থাকে।
মনে রাখবেন, পিন্টারেস্ট থেকে আয় করাটা খুব একটা সহজ বিষয় নয়। তবে অতটা কঠিনও নয় যতটা কঠিন হলে আপনার দ্বারা তা সম্ভব হবে না। নিয়মিত মার্কেটিং পলিসি ব্যবহার করে মার্কেটিং করতে পারলে আপনার ব্র্যান্ডের গ্রো কেউই থামাতে পারবে না। বিশেষ করে যাদের টার্গেট মধ্যপ্রাচ্যের অডিয়েন্স তাদের কাছে এই পিন্টারেস্ট মার্কেটিং হতে পারে সোনায় সোহাগা! আশা করি আপনি এই সোনার হরিণকে হাতছাড়া হতে দেবেন না। হ্যাপি মার্কেটিং৷