ঘরে বসে লিংকডিন থেকে আয় করুন ।

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
linkedin

 

পুরো পৃথিবীর নিয়োগকর্তারা এব লিংকডিনে এখন পর্যন্ত ৬১০ মিলিয়নের মতো জব পোস্ট আপলোড করে রেখেছে। আর আপনি চিন্তা করছেন লিংকডিন থেকে আয় করার উপায় কিভাবে খুঁজে পাবেন! 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

 

যাইহোক! লিংকডিনসহ সামাজিক নেটওয়ার্কিং প্রতিটি সাইটকে কেবল ছবি বা ভিডিও আপলোড করার ফানি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করার পাশপাশি বর্তমানে তা ব্যবহার করা হচ্ছে আয় করার উপায় হিসাবে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 

 

লিংকডিন থেকে আয় করার উপায়

যাদের টেকনোলজি সম্পর্কে আইডিয়া আছে এবং ভালো সিভি আছে তাদের ক্ষেত্রে লিংকডিন থেকে আয় করার বিষয়টি বেশ সহজ মনে হবে। তবে যাদের এ-সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই। আশা করি নিম্নোক্ত টিপসগুলি প্রতিটি ক্যারিয়ার সচেতন ব্যাক্তির কাছে গুরুত্বের সাথে বিবেচিত হবে।

 

লিংকডিনে জয়েন হোন

লিংকডিন থেকে আয় করতে হলে শুরুতেই আপনাকে লিংকডিনে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পর বিভিন্ন গ্রুপের সাথে এড হতে থাকুন। ওয়েবিনার, বা বিনামূল্যের ফিচারগুলি নিয়মিত ট্রাই করুন। ইমেল টেমপ্লেটের মাধ্যমে আগ্রহী বা প্রাসঙ্গিক সদস্যদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিন। 

 

লিংকডিন প্রোফাইন্ডার ব্যবহার করুন

বর্তমানে LinkedIn Profinder সেরা ফ্রিল্যান্সিং সাইট হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই সাইটটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে এক মাসে পাঁচটির বেশি চাকরির আপডেট পেতে চাইলে আপনাকে প্রিমিয়াম লিংকডিন ব্যবহার করতে হবে। 

 

প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন

লিংকডিন থেকে আয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রফেশনাল প্রোফাইল তৈরি করা। যা পরবর্তীতে আপনি সিভি হিসাবেও ব্যবহার করতে পারেন। একটি রিসার্চ অনুযায়ী লিংকডিনে আইডি খোলা শতকরা ৮০% মানুষই নিজেদের প্রোফাইল আপডেট করতে ভুলে যায়। যা সবচেয়ে বড় ভুল। সুতরাং প্রোফাইল সাজাতে ভুলবেন না কিন্তু! 

 

প্রোডাক্ট সেকশন ব্যবহার করুন

প্রোডাক্ট সেকশন হলো লিংকডিনের সেরা একটি ফিচার। যারা প্রোডাক্ট সেল করে লিংকডিন থেকে আয় করতে চান তারা এই সেকশন ব্যবহার করতে পারেন। এটি ল্যান্ডিং পেইজ, YouTube বিজ্ঞাপন এবং যোগাযোগের জন্য বিভিন্ন ফিচার উপভোগ করার ব্যবস্থা করে দেবে। 

 

ইমেইজ আপলোড করুন

আপনার ব্লগ সাইট মেনশন করে, জব চেয়ে বা সার্ভিস পোস্ট করে আপনি চাইলে লিংকডিন থেকে আয় করতে পারেন। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় ছবি বা ভিডিও ব্যবহার করতে ভুলবেন না। কারণ এই ধরণের গ্রাফিক্স কন্টেন্ট না থাকলে আপনার পোস্ট খুব একটা আকর্ষণীয় মনে হবে না। 

 

ভিডিও আপলোড করুন

লিংকডিনের মূলত সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও ছাড়া যায়। আপনার সার্ভিস বা প্রোডাক্টের উপর আপনি চাইলে নিয়মিত মার্কেটিং ভিডিও আপলোড করতে পারেন। এটি আপনাকে দ্রুত লিংকডিন থেকে আয় করতে সাহায্য করবে। 

 

মানসম্মত কন্টেন্ট দিন 

কন্টেন্ট হলো যেকোনো মার্কেটিংয়ের একমাত্র গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো মানসম্মত কন্টেন্ট। সুতরাং এমন কন্টেন্ট দিন যা আপনার প্রফেশনের সাথে মিলে যায়। অথবা আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস সের করছেন তার সাথে মিলে যায়। এতে করে আপনার দারুণ একটি ক্লায়েন্ট অডিয়েন্স গ্রুপ তৈরি হয়ে যাবে। 

 

হ্যাশট্যাগ ব্যবহার করুন

লিংকডিন থেকে আয় করতে প্রয়োজন অডিয়েন্স। আর অডিয়েন্স আসার উপায় হলো হ্যাশট্যাগ ব্যবহার করা। আপনার টপিকের সাথে মিলে এমন হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট আপলোড করুন। 

 

সাথে সাথে যেদিন যে হ্যাশট্যাগ ট্রেন্ডে চলছে সে হ্যাশট্যাগের উপর কন্টেন্ট আপলোড দিন। এতে করে নিয়মিত ইউনিক ভিজিটর পাবেন। যা আপনাকে আপনার সেক্টরে থেকেই আর্ন করতে সাহায্য করবে। হোক সেটি প্রোডাক্ট সেলের মাধ্যমে বা সার্ভিস সেলের মাধ্যমে। 

 

সুতরাং লিংকডিন থেকে আয় করতে যারা ইনভেস্ট করতে চান তারা LinkedIn Advertising ফিচার ব্যবহার করতে পারেন। এছাড়াও লিংকডিন আপনাকে দেবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসেই আর্নিং করার সুযোগ। সবমিলিয়ে পরিকল্পনা করে লিংকডিন ব্যবহার। সফলতা আসবেই! 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ