শিরোনাম:
কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত  জাপানের ১০টি দর্শনীয় স্থান: কম খরচে ঘুরে আসুন জাপান  উচ্চ শিক্ষায় ফেলোশিপ কি: জানুন বিস্তারিত বাংলাদেশ থেকে জাপানে কিভাবে ফ্রি স্কলারশিপ পাওয়া যায়: যেখানে পড়তে লাগবে না কোনো টাকা

কবরের জীবনটা সহজ হবে না।

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
কবরের জীবনটা সহজ হবে না।

.

নবিজিকে কবরের আজাব দেখানো হয়েছিলো, ফলে তিনি বলেছিলেন, ‘‘আমি কখনও কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য দেখিনি।’’[১]

.

তিনি আরও বলেন, ‘‘তোমরা মৃতদেরকে দাফন করা বাদ দিয়ে দেবে, এ ভয় না থাকলে আমি আল্লাহর কাছে দু‘আ করতাম, যেন তিনি তোমাদেরকে কবরের কিছু আজাব শুনিয়ে দেন।’’[২]

.

হাদিসে এসেছে, যে মুমিন ব্যক্তি মুনকার-নাকিরের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে, তাকে কবরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে, ফলে সে জান্নাতের সিগ্ধ হাওয়া ও সুগন্ধি পেতে থাকবে।[৩]

.

এগুলো দেখার পর সে বলবে, ‘‘হে আল্লাহ! দ্রুত কেয়ামত সংঘটিত করুন, যাতে আমি আমার পরিবার এবং সম্পদের দিকে ফিরে যেতে পারি।’’[৪]

.

আর কাফিরের জন্য কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং সে তার জাহান্নামের স্থানটি দেখতে পাবে। ফলে ভয়ে আল্লাহ্কে বলবে, ‘‘হে রব! কিয়ামত সংঘটিত করবেন না।’’[৫]

.

এজন্য রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আজাব এবং ফিতনা থেকে বারবার পানাহ চাইতেন। আমরা নবিজির ভাষায় এভাবে দু‘আ করতে পারি—

.

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُبِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

.

[মোটামুটি উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আ‘উ-যুবিকা মিন ‘আযা-বিল ক্বাবরি]

.

অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট কবরের আজাব থেকে আশ্রয় চাই।[৬]

➖➖➖➖➖➖➖➖

তথ্যসূত্রসমূহ:
[১] ইমাম তিরমিযি, আস-সুনান: ২৩০৮; হাদিসটি হাসান।
[২] ইমাম মুসলিম, আস-সহিহ: ৭১০৬।
[৩] ইমাম আবু দাউদ, আস-সুনান: ৪৭৫৩; হাদিসটি সহিহ।
[৪] ইমাম আহমাদ, আল-মুসনাদ: ১৮৫৫৭; শায়খ আলবানি, সহিহুল জামি’: ১৬৭৬; হাদিসটি সহিহ।
[৫] ইমাম আহমাদ, আল-মুসনাদ: ১৮৬৩৭; শায়খ আলবানি, সহিহুল জামি’: ১৬৭৬; হাদিসটি সহিহ।
[৬] ইমাম বুখারি, আস-সহিহ: ৮৩২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ