প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে উচ্চমাধ্যমিক পড়ালেখা শেষ করে ভালো একটি ক্যারিয়ার দাঁড় করানো। অনেকের ইচ্ছা থাকে কম খরচে দেশের বাইরে গিয়ে পড়ালেখা করা। কিন্তু এ জন্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও জীবন-ব্যবস্থার জন্য প্রয়োজন হয় অনেক টাকা। টিউশন ফি ও জীবন-ব্যবস্থার সঙ্গে অর্থের সামঞ্জস্য হলেই দেশের বাইরে পড়ালেখা সম্ভব হয়।
সবাই নিজ খরচে বিদেশে পড়ালেখা করতে যেতে পারেন না। তবে এর মধ্যে আশার খবর হচ্ছে অনেকে বৃত্তি পেয়ে থাকেন। এতে স্বপ্ন পূরণ অবশ্য অনেকটা সহজ হয়। যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান, তাদের জন্য টিউশন ফি ছাড়াই বিশ্বের উন্নত পাঁচটি দেশে যাওয়ার সুযোগ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেসব দেশ সম্পর্কে জেনে নেয়া যাক।
আরো পড়ুন কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়
জার্মানি: অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে জার্মানি ইউরোপের মধ্যে শক্তিশালী একটি দেশ। জার্মানি বিদেশি শিক্ষার্থীদের জন্য খুবই পছন্দের একটি দেশ। এখানকার অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে কেবলই প্রশাসনিক ফি নিয়ে থাকে; কোনো টিউশন ফি নেয় না।
চেক প্রজাতন্ত্র: এ দেশটি ইউরোপের অন্যতম সমৃদ্ধ একটি দেশ। এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়ালেখার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের। এ জন্য অবশ্য কিছু শর্ত মানতে হয় বিদেশি শিক্ষার্থীদের। তাদের চেক ভাষায় কথা বলা জানতে হবে বা চেক প্রজাতন্ত্রের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি নেয়ার জন্য ভর্তি হতে হবে।
নরওয়ে: স্ক্যান্ডিনেভিয়ানের এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোনো প্রকার টিউশন ফি প্রদান করতে হয় না। খুবই স্বল্প প্রশাসনিক ফি প্রদান করেই পড়ালেখার সুযোগ পাওয়া যায় দেশটিতে।
সুইডেন: সুইডেনে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখায় অনেক সুযোগ-সুবিধা রয়েছে। দেশটিতে মাস্টার্স বা সমমানের পড়ালেখায় টিউশন ফি দিতে হয় না শিক্ষার্থীদের। এছাড়া বিদেশি শিক্ষার্থীরা কোনো ফি ছাড়াই পিএইচডি করতে পারেন সুইডেনে।
আরো পড়ুন বিশ্বের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই ইউরোপে
আর্জেন্টিনা: ২০২২ সালে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির এ দেশটির প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়ার জন্য কোনো টিউশন ফি প্রদান করতে হয় না। বিদেশি শিক্ষার্থীরা নির্ধারিত পরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহজেই পড়ালেখার সুযোগ পেয়ে থাকেন।