অনেক সময় হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে গেলে তার গুণগত মান নষ্ট হয়ে যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে হাই-কোয়ালিটি বা উচ্চ গুণমানের ছবি পাঠাবেন সেটাই দেখে নেওয়া যাক।
গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন মেটা এই মাধ্যম নিয়ে অনেক কাজ করেছে। সেখানে মিডিয়া শেয়ারিং সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে কাজকর্ম করে সেগুলো ভাল করার চেষ্টা করেছে মেটা। আর তার ফলেই এখন ভাল গুণমানের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে নিশ্চিন্তে। আর ছবির গুণমান খারাপ হবে না। একদম আসলের মতো হয়তো কোয়ালিটি থাকবে না ছবির। তবে একদম খারাপ মানের ছবতেও পরিণত হবে না। বরং আগের থেকে ভালই থাকবে।
হোয়াটসঅ্যাপে কীভাবে ভাল গুণমানের ছবি পাঠাবেন
এছাড়া আরও একটি উপায়ে হোয়াটসঅ্যাপে ছবির কোয়ালিটি ভাল রেখেও তা পাঠানো সম্ভব। সেক্ষেত্রে ছবিগুলি সাধারণ ভাবে না পাঠিয়ে ডকুমেন্ট আকারে পাঠাতে হবে। তাহলে ছবি কোয়ালিটি ভাল থাকবে, নষ্ট হয়ে যাব না। এভাবে ডকুমেন্ট করে একাধিক জিনিস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন আপনি। ছবির ক্ষেত্রে ইমেজ ফাইল পাঠাতে হবে ডকুমেন্ট হিসেবে। এভাবেও হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির কোয়ালিটি বজায় থাকে।