বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার বেলা ১২ টা ৫ মিনিটে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।
মসিউর রহমান ঝিনাইদহ-২ আসনে ৪ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি দীর্ঘ ৩০ বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।