রাউজানে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও বীজ বিতরণ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
এ বি এম ফজলে করিম চৌধুরী
এ বি এম ফজলে করিম চৌধুরী

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে পতিত জমিকে আবাদের আওতায় আনার জন্য রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের রাউজানে দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও শীতকালীন শাক-সবজি বীজ বিতরণ  করা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ চত্বরে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেসানুল হায়দর চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে ৪০০ জন কৃষককে সরিষা, ১১ শত কৃষককে শীতকালীন শাকসবজির বীজ বিনামূল্যে  সরিষা ও সবজি বীজ বিতরণ করেন ফজলে করিম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ