দিনাজপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী বই মেলা। শুক্রবার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল সৃজনশীল বই পাঠের উপকারিতা উল্লেখ করে বলেন, বই পড়তে পড়তে একঘেঁয়ামি ভাব চলে আসলে সৃজনশীল বই পাঠ করতে হবে। এতে বই পড়ার এনার্জি বৃদ্ধি পায়।
এবার জেলা পর্যায়ে বই মেলায় ঠাঁই পেয়েছে একুশে বই মেলায় অংশগ্রহণকারী প্রকাশক ও তাদের প্রকাশিত বই ।জনগণের দোরগড়ায় সেবা পৌঁছে দিতে সরকারের এমন উদ্যোগ বলে জানান তিনি ।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ ।