সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান বইগুলো অবৈধভাবে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ওই বিদ্যালয়ের পুরাতন ও নতুন বইগুলো ব্যবসায়ীর কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক আনিসুজ্জামান। গত ৭ নভেম্বর দিনেদুপুরে রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার প্রতিষ্ঠানে গচ্ছিত রাখা মাধ্যমিক স্তরের ২০১৫ সাল হতে ২০২১ সালের সরকারি বই ঢাকার একজন কাগজ ব্যবসায়ীর কাছে অবৈধভাবে বিক্রি করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান ফোনে বলেন, আমি এখন রার্নিংয়ে আছি। এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা বলেন, আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বই বিক্রির কথা জানতে পেরেছি। উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বইগুলো বিতরণ করা হয়। করোনার সময় হয়তো কিছু শিক্ষার্থী ঝরে যাওয়ার জন্য কিছু বই অশিষ্ট থাকতে পারে। সেটা হয়তো উপজেলা শিক্ষা অফিসে জানায়নি প্রধান শিক্ষক। অভিযোগ প্রমাণিত হলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।