শনিবার (১৫ অক্টোবর) ভোরে চৌমুহনী পৌরসভার মহেশগঞ্জ বাজারে ভয়াবহ আগুনে পুড়েছে ১৭টি দোকান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের।
বাজারের লোকজন জানান, ভোর ৪টার দিকে কলেজ রোডের চালের আড়তের এলাকায় মহেশগঞ্জ বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ১৭ দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের ফাইটার মো. মাসুদ রানা জানান , খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।