দাগনভূঞা, ফেনী |
২০২৫ সালের দাখিল পরীক্ষায় দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসা থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে A+ (জিপিএ-৫) অর্জন করেছে জান্নাতুল ফেরদৌস ফাবিহা। তার এই কৃতিত্বে পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের ছোঁয়া লেগেছে।
জান্নাতুল ফেরদৌস ফাবিহা একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্রী। তিনি ধর্মীয় অনুশাসন ও নৈতিকতার আলোকে বেড়ে উঠেছেন। তার পিতা কারী মাওলানা জহির উদ্দিন একজন সুপরিচিত আলেম এবং বর্তমানে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া ছুন্নিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মাতা বিবি জয়নব, একজন ধর্মভীরু গৃহিণী, যিনি মেয়ের পড়ালেখায় সবসময় উৎসাহ দিয়েছেন।
ফাবিহার এই অনন্য সাফল্য তার অধ্যবসায়, পারিবারিক শিক্ষা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টারই ফল।
ভবিষ্যতে সে উচ্চশিক্ষা গ্রহণ করে ইসলামী জ্ঞান ও সাধারণ শিক্ষায় সমান পারদর্শী হয়ে সমাজের সেবা করতে চায়।
সে সকলের কাছে দোয়া চেয়েছে—যেন সে দ্বীন ও দুনিয়ার জ্ঞান অর্জন করে একটি আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।