ভ্রমণ মানুষকে বড় করে, মনকে শান্ত করে! এটা কেবল বইয়ের কথা নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতা। আর যদি আপনার মনে প্রশ্ন আসে বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান কোথায়, তাহলে উত্তরে শুধু কক্সবাজার বললেই কিন্তু হবে না!
বাংলাদেশ প্রকৃতির এক লুকানো রত্নভাণ্ডার। যেখানে পাহাড়, নদী, সমুদ্র, চা বাগান, জঙ্গল, পুরাকীর্তি সবই রয়েছে এক ছাদের নিচে। আর তাই আমাদের আজকেরএই আর্টিকেলে আপনাকে জানাবো ভ্রমণের জন্য বাংলাদেশের সেরা কিছু গন্তব্য, যাওয়ার প্রক্রিয়া, দর্শনীয় স্থান, খরচ সহ ফুল একটা গাইড।
বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান কোথায় এর উত্তরের লিস্টে প্রথমেই থাকবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এ যেন প্রকৃতি আর সমুদ্রের সৌন্দর্যের এক অপূর্ব স্বমন্বয়। ঢেউয়ের শব্দ, সাদা বালু, সূর্যাস্ত, আর লবণ হাওয়া সবই আছে পাবেন কক্সবাজারে। কক্সবাজার সৈকতের কিছু দর্শনীয় স্থান হলো লাবণী, সুগন্ধা, ইনানী, হিমছড়ি, মারমেইড বিচ।
কক্সবাজার ঘুরতে আপনার খরচ হতে পারে, বাস ভাড়া ১,৮০০ টাকা রিটার্নসহ, হোটেল ৫০০ থেকে ৮০০ টাকা প্রতিরাত, খাবার ৩০০ থেকে ৪০০ টাকা প্রতিদিন, লোকাল ট্রান্সপোর্ট + স্পট ৬০০ টাকা। সুতরাং মোট ৪,৫০০ থেকে ৫,৫০০ টাকা খরচ করেই আপনি কক্সবাজারে দুই দিনের ট্যুর দিতে পারবেন।
পাহাড়, ঝর্ণা আর চায়ের রাজ্য সিলেট বাংলাদেশের অন্যতম একটি পর্যটন এলাকা। এখানে জাফলংয়ের স্বচ্ছ পানি, রাতারগুলের সোয়াম্প ফরেস্ট আর শাহী ঈদগাহ আপনাকে দেবে এক স্বর্গীয় অনুভূতি। সিলেটের কিছু দর্শনীয় স্থান হলো জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, মালনীছড়া চা বাগান ইত্যাদি।
সিলেটে দুই দিন ঘুরতে আপনার প্রয়োজন হব৷ ৪ থেকে ৫ হাজার টাকার মতো। এখানে ট্রেন ভাড়া ৬০০ টাকা রিটার্নসহ, হোটেল ৪০০ থেকে ৭০০ টাকা প্রতিরাত, খাবার ২৫০ থেকে ৩৫০ টাকা প্রতিদিন এবং স্পট ভিজিট ৮০০ টাকা।
বাংলাদেশের সেরা ভ্রমণ স্থানের লিস্টে বাঘ মামার বাড়ি সুন্দরবন থাকবে না, তা তো হয়না। বাঘ, হরিণ, কুমির আর ম্যাংগ্রোভ জঙ্গলের এক অফবিট অ্যাডভেঞ্চারস্পট এই সুন্দরবন। সুন্দরবনে আপনি হারবাড়িয়া, কটকা, কোচিখালি, দুবলা চরসহ নানা দর্শনীয় স্থানে ঘুরতে পারেন।
গ্রুপে গেলে সুন্দরবন যেতে খরচ পড়বে বাস ৮০০ টাকা খুলনা পর্যন্ত, সুন্দরবন ট্রিপ প্যাকেজ ৩৫০০–৪৫০০ টাকা এবং খাবার ১০০০ টাকার মতো। সুতরাং মোট খরচ ৫,০০০–৬,০০০ টাকার মতো।
বাংলাদেশের সেরা ভ্রমণ স্থানের আরেক অন্যতম সদস্য হলো পাহাড়ের রাণী নামে খ্যাত বান্দরবান। বান্দরবনে দেখা যাবে নীলগিরি, নীলাচল, চিম্বুক আর স্বর্ণমন্দির। পাহাড় আর আকাশের এক অপূর্ব মিলনমেলা দেখার সুযোগও মিলবে।
বান্দরবান যেতে খরচ হবে বাস ভাড়া ২,০০০ টাকা রিটার্নসহ, হোটেল/রিসোর্ট ভাড়া ৬০০–১,০০০ টাকা, খাবার ৩০০–৪০০ টাকা প্রতিদিন, জীপ/চান্দের গাড়ি ৬০০–৮০০ টাকা। মোট দুই দিনের ভ্রমণে ৫০০০ থেকে ৫৫০০ টাকার মতো খরচ হবে।
স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন হলো বাংলাদেশের সেরা ভ্রমণ স্থানগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এখানে আপনি ইনজয় করতে পারবেন সমুদ্রের নীল পানি, মজাদার কোরাল ফিশ আর রাতের আকাশের মিল্কিওয়ে এবং তারার মেলা।
সেন্টমার্টিন দ্বীপের দর্শনীয় স্থানগুলো হলো ছেঁড়া দ্বীপ, পশ্চিম সৈকত, লাইট হাউজ, নাইট বিচ ইত্যাদি। সেন্টমার্টিনে দুই দিনের জন্য ঘুরতে গেলে খরচ হবে ঢাকা–টেকনাফ বাস ২,০০০ টাকা, টেকনাফ–সেন্টমার্টিন জাহাজ ভাড়া ১,২০০ টাকা রিটার্নসহ, হোটেল খরচ ৫০০–৮০০ টাকা, খাবার ৪০০–৫০০ টাকা প্রতিদিন, দ্বীপে ঘোরাঘুরি ৫০০ টাকা। মোট খরচ ৫,৫০০ থেকে ৬,৫০০ টাকার মতো।
আশা করি বাংলাদেশের সেরা ভ্রমণ স্থানগুলো সম্পর্কে আপনি জানতে পেরেছেন। কম খরচে, বেশি এক্সাইটম্যান্ট পেতে ট্রাই করতে পারেন এসব প্লেস। তাই প্রকৃতির সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে আজই বেরিয়ে পড়ুন।