প্রতিনিয়ত আমাদের পরিচিত কোনো না কোনো ব্যাক্তি বিদেশে যাচ্ছেন। আমাদের জন্যেই তাদের এই কষ্টের আয়জন। সুতরাং তাদের এই যাত্রায় প্রবাসী ভাইবোনদের একটুখানি মানসিক শান্তি দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন স্ট্যাটাসের সাহায্য উইশ করা যেতে পারে। তেমনই কিছু প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস নিয়ে সাজানো আমাদের আজকের এই লেখাটি সাথেই থাকুন।
প্রিয় ভাই! রক্তের সম্পর্কের হয়ে তবুও তোমাকে পরিবারের দেখাশোনা ও নিজের জন্য প্রবাসে যেতে হচ্ছে। আশা করি তোমার এই যাত্রাই হবে তোমার সফলতার একমাত্র সিঁড়ি।
জীবনযুদ্ধে এগিয়ে যেতে আজকের মতো তোমাকে বিদায় দিচ্ছি।
প্রিয় ভাই প্রবাসে তোমার খেয়াল রাখার জন্য পরিবারের কেউ না থাকলেও আমাদের দোয়া সবসময় তোমার ছায়া হয়ে থাকবে।
সব সময় একসাথে চলা একসাথে কাজ করা সবকিছুই আজ মনে করিয়ে দেয় দেয় প্রবাসজীবনটা শুরু হয় কতটা ত্যাগ-তিতিক্ষার মধ্যে। তবুও বলি প্রবাসে তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও!
আমার জীবন জুড়ে অনেক সুন্দর স্মৃতি তৈরি করার শাস্তি হিসাবে আমি চাই আমার প্রিয় বন্ধুর প্রবাস জীবন হোক, সুখময়।
নিশ্চিত কষ্ট জেনেও তোমরা পরিবারের মুখের দিকে তাকিয়ে ত্যাগ স্বীকার করো বলোই আমাদের এতো সুখি আয়োজন! প্রবাসে ভালো থেকো বাবা!
তোমার প্রবাস জীবন সুখের হোক, এমনটা আশা রেখেই আজ তোমাকে বিদায় দিতে হচ্ছে প্রিয়!
জীবন যুদ্ধে ভালোবাসার আরেক নাম প্রিয় ভাই হলেও আজ মনে হচ্ছে জীবনের এই যুদ্ধ না থাকলেই বোধহয় ভালো হতো!
প্রবাস জীবন অনেকটা লটারির মতো! জানি এই জীবনে সুখও আছে আবার দুঃখও আছে! তবে আশা রাখি দুঃখ যেনো তোমাকে কখনো না ছুঁই।
আজকের মতো করে তোর জীবনের সকল আনন্দ ফিরে আসুক! প্রবাসজীবনে নিজের যত্ন নিস।
জানি প্রবাসজীবনে একাকিত্মই সম্বল! সুতরাং নিজের যত্ন নিজেকেই নিতে হবে। ভালো থাকিস বন্ধু।
ভিডিও গেমসের দোকানে বসে সারাদিন ভিডিও গেমস খেলা বন্ধুটা আমার অনেকটাই ম্যাচিউর হয়ে গেছে আজ। প্রবাসজীবনের প্রতি রইলো শুভ কামনা।
তুই কি জানিস, তোর নিটোল বন্ধুত্ব আমার জীবনের অনেক বড় পাওয়া? আজ এই প্রাপ্তির কারণেই নিজের চোখে পানি। তবে এই সুখের কান্না যেনো আরো স্থায়ি হয়। তোর এই অর্জনে আমি অনেক খুশি।
দুআ করি আনন্দে মুখরিত হয়ে থাক তোর আসন্ন প্রবাসজীবন। ভালো থাকিস সবসময়।
কখনও অজান্তেও যদি তোর মনে কোনও কষ্ট দিই তবে এই প্রবাস জীবনে পা ফেলবার আগেই আমাকে মাফ করে দিস প্লিজ।
আমাদের এই বন্ধুত্ব ভাঙ্গেনি কখনো। আশা করি ভাঙবেও না! তোর এই প্রবাস জীবন হয়ে উঠবে আমাদের বন্ধুত্ব গাঢ় হবার আরেকটি উপায়মাত্র!
বন্ধু! তোর প্রবাস জীবনের প্রতি রইলো শুভ কামনা!
মনে রাখিস তোকে হাঁটতে হবে হাজার মাইল। আর এই প্রবাস জীবন হলো সেই লম্বা পথের ছোট্ট পদক্ষেপ। সুতরাং মন খারাপ করিস না। আমরা সকলেই আছি তোর পাশে। থাকবো আজীবন।
জানি তুই বিদেশে চলে গেলেই আমি একা হয়ে যাবো। তোকে বিদায় দেবার মতো কোনো ইচ্ছাও আমার নেই। তবে কি করবো বল? সব প্রকৃতিরই নিয়ম। তবে আমি খুশি। কারণ নিজের বন্ধুর এই সফলতায় আমি আজ গর্বিত।
বিদায় যে মাঝেমধ্যেই সুখের হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ আজকের এই দিন। প্রবাস জীবন তোর ভালো কাটুক বন্ধু।
বিদেশে থাক কিংবা এই দেশে! তুই আজীবনই আমার প্রাণের বন্ধু হয়ে থেকে যাবি।
বিদায় নিয়ে প্রবাস জীবনে পা রাখছিস তার মানে এই না যে সব সম্পর্কের ইতি টানছিস! আমরা তোর অপেক্ষায় রইবো আজীবন। তুই শুধু তোর সফলতার যাত্রায় ফোকাস করার চেষ্টা করিস। ভালো থাকিস।
এই ছিলো আমাদের আজকের বাছাই করা প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস। আশা করি এসব স্ট্যাটাস আপনার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে তা ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যবহারে ভুল করবেন না। ধন্যবাদ।