ভিসা জালিয়াতি কিংবা ভুল ভিসার মতো যেকোনো সমস্যা থেকে বাঁচতে জানতে হবে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম এবং লিংক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন আপনি ঘরে বসেই এই বিভিন্ন দেশের ভিসা চেক করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে।
নিয়ম না জানার কারণে এই সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। সুতরাং আসুন জেনে নিই বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম, লিংক ঘরে বসে ভিসা চেক করার অ্যাপস এবং পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ভিসা চেক করা যায় সে-সম্পর্কিত গাইডলাইন।
ডিজিটাল যুগে ভিসা নিয়ে এতো প্যারা খাওয়ার কিছু নেই। কম্পিউটার দোকানে বার বার গিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করতে হবে না। চলুন তবে জেনে নিই বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম বা লিংক:
মূলত বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম ফলো করতে হলে সরাসরি ক্লিক করতে হবে এই লিংকে https://epassportbd.info/visa-check-by-visa-number/।
আর নিয়ম হিসাবে ফলো করতে হবে নিম্নোক্ত টিপসগুলি:
আশা করি বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম বা লিংক জানার পর ভিসা চেক করতে গিয়ে আপনাকে আর কোনো সমস্যাতেই পড়তে হবে।
তবে আপনি যদি ওয়েবসাইটে ভিসা চেক করা পছন্দ না করেন সেক্ষেত্রে বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে পারেন। চলুন তবে এবারে ভিসা চেক করার একটি জনপ্রিয় অ্যাপস সম্পর্কে আলোচনা করি।
অ্যাপসটির নাম হলো ভিসা স্ট্যাটাস চেক অ্যাপ ফর এন্ড্রয়েড। এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। যা ব্যবহার করা একেবারেই ফ্রি এবং নতুনদের জন্যে এটি বেশ ইউজার ফ্রেন্ডলি।
এই পর্যন্ত অ্যাপটিকে ৫ বারের মতো আপডেট করা হয়েছে এবং সর্বশেষবারের মতো আপেডট করা হয়েছে ২০২০ সালে। আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার ভিসা স্ট্যাটাস চেক করতেই আজই ডাউনলোড করুন এই অ্যাপসটি।
মালয়েশিয়া , সৌদি আরব, কাতার , দুবাই, ওমান্, সিঙ্গাপুরসহ যেকোনো দেশের ভিসা চেক করতে এখন আর এই দোকান সেই দোকানো দৌড়াতে হয় না৷ আপনি চাইলে ঘরে বসে ঘরে বসে ভিসা চেক করার নিয়ম ফলো করে নিজের ভিসার কন্ডিশন নিজেই চেক করতে পারবেন। এক্ষেত্রে:
ঠিক এভাবেই আপনি চাইলে ঘরে বসে সহজ এবং সরল পদ্ধতিতে নিজের ভিসা নিজেই চেক করতে পারবেন। আর এই পদ্ধতি যেকোনো ফোন এবং ট্যাব অথবা ল্যাপটপে ফলো করা সম্ভব।
যারা উপরোক্ত ওয়েবসাইটিতে ভিসা চেক অপশন পাবেন না তারা কষ্ট করে Visa Check লিখে সার্চ করলেই দেখবেন ভিসা চেকের অপশন চলে এসেছে। পরে আপনার Visa Check করার মেনু থেকে সহজেই উপরের টিপস কিংবা স্টেপ ফলো করে নিজের ভিসা নিজেই দেখতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে হলে সরাসরি এই লিংকে ক্লিক করুন https://epassportbd.info/visa-check-by-visa-number/। এরপর Visa Check অপশনে গিয়ে নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করুন। আশা করি এভাবে এই পদ্ধতিতে আপনি শতভাগ সঠিক ভিসা রেজাল্ট পেয়ে যাবেন।