সম্প্রতি সৌদি আরবে নতুন নাগরিকত্ব পাওয়া এবং সেখানকার জায়গা কিনে মালিক হওয়া বা বিজনেস শুরু করার সিস্টেম নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ সৌদি সরকার বর্তমানে সারাবিশ্বের প্রবাসীদের উদ্দেশ্যে বেশকিছু ভিন্ন ভিন্ন ধরণের সৌদি রেসিডেন্সি চালু করেছে।
সৌদি পাসপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের পর এবার মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছে। সৌদি গণমাধ্যমে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ দক্ষতাসম্পন্ন ও মেধাবীদের নির্ধারিত প্রক্রিয়ায় সৌদি আরবের নাগরিকত্ব দেয়া হবে।
যার যেকোনো একটির সাহায্যে আবেদনের মাধ্যমে পাওয়া যাবে সৌদি আরবের নাগরিকত্ব। সৌদি সরকারের এই নতুন নিয়ম সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।
প্রিমিয়াম রেসিডেন্সি হলো এক ধরণের বিশেষ ভিসা প্রোগ্রাম। যা বিদেশী নাগরিকদের সৌদি আরবে বসবাস, কাজ এবং ইনভেস্ট করার সম্পূর্ণ স্বাধীনতা দেবে।
শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং ব্যবসাসহ বিভিন্ন খাতে সৌদি সরকার এই প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রাম প্রদান করছে। আপনিও যদি এই প্রোগ্রামে জয়েন হতে চান সেক্ষেত্রে আজকের গাইডলাইনটি ফলো করতে পারেন।
সৌদি আরবের এই নতুন প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সৌদিতে বসবাসরত যেকোনো প্রবাসীকে সৌদি আরবে বসবাস, কাজ, নিজস্ব ব্যবসা এবং সম্পত্তি কেনার আনলিমিটেড সুযোগ দেবে।
বছর অনুযায়ী মূলত এই প্রিমিয়াম প্রোগ্রামটি কিনে নিতে হবে। তাছাড়া সৌদি আরবে অবাধে প্রবেশ ও প্রস্থান করার সুযোগও থাকছে এই প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামটিতে।
চলতি বছরের ১০ ই জানুয়ারি সৌদি আরব মোট ৫ টি প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে। এসব প্রোগ্রামে জয়েন করাটা যেমন সহজ ঠিক তেমনই এসব প্রোগ্রামের সুবিধাগুলিও দেখার মতো। চলুন জেনে নিই উক্ত ৫ টি প্রিমিয়াম রেসিডেন্স প্রোগ্রামগুলি কি কি:
এই প্রোগ্রামটিতে জয়েন হতে হলে আপনার অন্তত পক্ষে 4,000,000 রিয়াল পরিমাণ অর্থ বা সম্পত্তি থাকতে হবে। অথবা অন্য কারো সম্পত্তি থেকে আয় করা অর্থের পরিমাণ এতোটা থাকলেও চলবে। সেই সাথে আপনার রিয়েল এস্টেট অবশ্যই আবাসিক হতে হবে।
সুবিধা হিসাবে রিয়েল এস্টেট প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামে আপনার জন্য যেসব ব্যবস্থা রাখবে:
মাসে যাদের বেতন ৮০,০০০ রিয়াল প্লাস তারা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন৷ বিশেষ করে যারা ইকামা পেয়েছেন তাদের এই এমাউন্টের অর্থ মান্থলি আর্ন করতে হবে।
অন্যদিকে সায়েন্স এবং হেল্থ ক্যাটাগরির ব্যাক্তিরে এই প্রোগ্রামে জয়েন হতে চাইলে মান্থলি ইনকাম রেঞ্জ থাকতে হবে ৩৫,০০০ রিয়াল এবং সবশেষে যারা গবেষণা নিয়ে কাজ করছেন তাদের মান্থলি ইনকাম হতে হবে ১৫,০০০ রিয়াল।
স্পেশাল টেলেন্ট প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামের বেশকিছু সুবিধা রয়েছে। সেসব সুবিধাকে কেন্দ্র করে আপনিও চাইলে এই প্রোগ্রামে জয়েন হতে পারেন। বিশেষ করে নিম্নোক্ত সুবিধাসমূহ আপনাকে এই প্রোগ্রামে জয়েন হওয়ার তাগাদা দেবে:
এই প্রোগামটিরও মেয়াদ ৫ বছর। এই প্রোগ্রামে জয়েন হওয়ার সাধারণ ২ টি উপায় রয়েছে। একটি হলো আবেদনকারীকে সৌদি সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পুরস্কার-প্রাপ্ত হতে হবে।
অন্যদিকে আবেদনকারীদের অবশ্যই এই দুটি মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
গিফ্টেড প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামটি কেবল তাদের জন্যে যাদের প্রফেশন কিছুটা আলাদা। তবে প্রফেশন আলাদা হলেও আপনাকে যেকোনো একটি সেক্টরে অবশ্যই ট্যালেন্টেড বা দক্ষ হতে হবে।
চলুন এক নজরে দেখে নিই গিফ্টেড প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামের সুবিধাগুলো কি কি:
উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা এবং উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করা ব্যাক্তিদের জন্যে রয়েছে এই উদ্যোক্তা প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামে জয়েন হওয়ার সুযোগ। এই প্রোগ্রাম সৌদি আরবে স্টার্টআপ প্রতিষ্ঠা ও বৃদ্ধি করতে আগ্রহী ব্যাক্তিদের বিজনেস দাঁড় করাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
যাইহোক যারা এই রেসিডেন্সি প্রোগ্রামে জয়েন হতে চান তাদের অবশ্যই কোনো না কোনো স্বীকৃত অর্গানাইজেশন থেকে ৪০০০০০ রিয়ালের মতো আর্থিক সহায়তা বা ইনভেস্টমেন্ট পেতে হবে।
উদ্যোক্তা প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রাম সুবিধা সম্পর্কে জানতে নিচের পয়েন্টগুলিতে ফোকাস করুন:
আমরা সকলেই জানি সৌদি আরবে রয়েছে সমৃদ্ধ ব্যবসায়িক পরিবেশ। আর এই পরিবেশে যদি আপনি সেখানে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা পেতে জয়েন হতে পারেন সৌদি আরবের ইনভেস্টর প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামে।
তবে এই প্রোগ্রামে জয়েন করতে হলে আপনাকে যেকোনো বিজনেসে অন্তত ৭ মিলিয়ন রিয়াল ইনভেস্ট করতে হবে। নতুবা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনের ক্রাইটেরিয়া কিছুটা উচ্চমাত্রার হলেও এই ইনভেস্টর প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামের সুবিধা নেহায়েত কম নয়। ইনভেস্টর প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামের বিশেষ কিছু সুবিধা হলো: