আমাদের আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য সাহায্যে। সুতরাং যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের সাথেই থাকুন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে হলে আপনাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা নিশ্চিত করতে হবে। মূলত অনেকগুলো কলেজ নিয়ে এই বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা কর্যক্রম পরিচালনা করছে। মনে রাখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে হলে আপনাকে অনেক বেশি মেধাবী হতে হবে।
ভর্তি যোগ্যতা হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে উচ্চ পর্যায়ের একাডেমিক যোগ্যতা এবং মেধা। যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য সারা বিশ্বের শিক্ষার্থীরাই একসাথে কমপিটিশন করে সেহেতু আপনাকে সেভাবেই প্রস্তুত হতে হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন করা এবং চান্স পাওয়ার দুইটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হলো ভাষা এবং সিজিপিএ।
যারা এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে চান তাদের একাডেমিক যোগ্যতা হিসেবে থাকতে হবে সিজিপিএ ৪ এর মধ্যে ৩.২ এর ওপরে৷ স্নাতকের রেজাল্ট হিসেবে যাদের ঝুলিতে সিজিপিএ ৩.৯৯ থাকবে তারা অন্য প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবে।
কারণ এই ধরনের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে অনেক বেশি অগ্রাধিকার দেয়া হয়। তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো একেক দেশের সিজিপিএ সিস্টেম এক এক রকম।
এবার আসি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ভাষাগত যোগ্যতা সম্পর্কে। এই বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতার ব্যাপারে সবসময়ই সিরিয়াস থাকে। বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল তারা কখনোই এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন না।
আর ইংরেজির ওপর আপনার এই ভাষাগত যোগ্যতা পরীক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি পরীক্ষার আয়োজন করবে। যা IELTS নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টিতে পড়তে হলে আপনাকে এই পরীক্ষায় ভালো স্কোর করতে হবে।
অন্যদিকে যদি আপনি কোনোভাবে এই স্কোর ৭.৫ এর ওপরর করতে পারেন সেক্ষেত্রে বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ আপনার ব্যাপারে অতি আগ্রহ প্রকাশ করতে বাধ্য হবে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে হলে আপনাকে নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। তবে তার আগে আপনাকে সাব্জেক্ট চয়েস নিশ্চিত করতে হবে। যেহেতু এই ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো কলেজ আছে, সেহেতু আপনাকে পছন্দের কলেজ এবং সাব্জেক্ট চয়েস নিশ্চিত করতে হবে।
আর এই সাব্জেক্ট চয়েসের বিষয়টি আপনাকে ইউসিএএস ফর্মে লিখে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে আবেদনের মিশনটিকে আরও সহজ করতে হলে নিচের টিপস সমূহ ফলো করুন:
বাইরের দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হরে আপনাকে অবশ্যই ব্যাংক ব্যালেন্স সম্পর্কিত ডকুমেন্টস শো করতে হবে। তাছাড়া এই বিশ্বিবদ্যালয়ে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে একটু বেশি।
যারা ফ্রি স্কলারশিপের সুবিধা নেয়া ছাড়াই এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান তাদের সম্পূর্ণ কোর্সের ক্ষেত্রে ২৩ লক্ষ টাকা বা তার বেশি পরিমাণ অর্থের বাজেট করতে হবে।
যদিও বিশ্ববিদ্যালয়ের অনুষদ অনুযায়ী টিউশনফির পরিমাণ আলাদা হতে পারে। টিউশন ফি এর পাশাপাশি আপনাকে থাকা খাওয়ার খরচের জন্যও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বাজেট করতে হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য ৫ টি ক্যাটগরি বা বিভাগ রয়েছে। এগুলো হলো:
উপরোক্ত ৫ টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বমোট ৪৮ টি ডিগ্রির আয়োজন করে থাকে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে হলে আপনাকে প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখতে হবে। সেই সাথে আপনার আবেদন যদি গ্রহণযোগ্যতা পায় সেক্ষেত্রে আপনাকে দেশে বসে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। বলে রাখা ভালো প্রতিটি সাবজেক্টের জন্য আপনাকে আলাদা আলাদা পরীক্ষায় অংশ নিতে হবে। সবশেষে নিজেকে ইন্টারভিউ বোর্ডে টিকিয়ে রাখতে হবে। আশা করি উপরোক্ত সকল ধাপই আপনি সফলভাবে পার করতে পারবেন। সেই পর্যন্ত ভালো থাকুন এবং নিজের স্বপ্নের যত্ন নিন।