শিরোনাম:

লেবানন থেকে দূতাবাসকর্মী ও কূটনীতিকদের পরিবার সরিয়ে নিল সৌদি আরব

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
সৌদি আরবে নাগরিকত্ব

লেবাননের দূতাবাস থেকে অফিস স্টাফ ও কূটনীতিকদের পরিবার-পরিজনকে দেশে ফিরিয়ে নিয়েছে সৌদি সরকার।

ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে যখন প্রতিদিন হামলা পাল্টা হামলার ঘটনা বাড়ছে তখন সৌদি আরব এই ব্যবস্থা নিল।

লেবাননের বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতের গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার দূতাবাস কর্মী ও কূটনীতিকদের পরিবার পরিজনকে সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়।

 

সংবাদ সংস্থা জানিয়েছে, সামরিক বিমানে করে প্রায় ৬৫ সৌদি নাগরিক মঙ্গলবার লেবানন ছেড়েছেন। তবে লেবাননে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি এবং সামরিক অ্যাটাশে ও অন্যান্য কূটনীতিক লেবানন ছাড়েননি। এর আগে দ্রুত লেবানন থেকে দেশে ফেরার জন্য সৌদি নাগরিকদের প্রতি রিয়াদ সরকার আহ্বান জানায়।

রবিবার লেবাননের মার্কিন দূতাবাসও আমেরিকান নাগরিকদের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে লেবানন থেকে দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: আহরাম অনলাইনপ্রেসটিভিএপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ