জাপানের শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশিরা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
জাপানের শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশিরা

অটোমোবাইল, কম্পিউটার প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মীর সংকটে জাপান। তবে দেশটিতে কাজের সুযোগ থাকার পরও ভাষাজ্ঞান আর দক্ষতার অভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশিরা। দেশটিতে অবস্থানকারী প্রবাসীরা জানান, ভাষা শিখে যারা জাপান যাবেন, তাদের কাজের কোনো সংকট নেই।

জাপানের রাজধানী টোকিওসহ বিভিন্ন এলাকায় বাস করছেন প্রায় ২০ হাজার বাংলাদেশি। তাদের বেশিরভাগই জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ থেকে পড়াশোনা করে ভালো চাকরি কিংবা ব্যবসা করছেন।

প্রতিবছর বাংলাদেশ থেকে যারা জাপানে যান, তাদের বেশিরভাগই শিক্ষার্থী। ভাষা শিখে ও কাজের দক্ষতা নিয়ে সেখানে যান খুব কম সংখ্যক মানুষ। তবে জাপানি ভাষা শিখে আইটি, অটোমোবাইল, সফটওয়্যার, হোটেল ম্যানেজমেন্টসহ অনেক খাতে কাজের সুযোগ আছে বলে জানান বাংলাদেশি শিক্ষার্থীরা।

ব্যবসায়ীরাও জানান, অনেকেই পর্যটন ভিসায় গিয়ে অবৈধভাবে জাপানে থাকার চেষ্টা করেন। এতে তাদের কাজ পাওয়া ও থাকার ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ