নিজেদের ঐহিত্যকেও সারাবিশ্বে তুলে ধরতে ভিন্ন এক পরিকল্পনা নিয়েছে সৌদি আরব।

সৌদির পোশাকে তলোয়ার হাতে রোনালদো

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
তলোয়ার হাতে রোনালদো
তলোয়ার হাতে রোনালদো

ফুটবলের পাশাপাশি এবার নিজেদের ঐহিত্যকেও সারাবিশ্বে তুলে ধরতে ভিন্ন এক পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। যেখানে তাদের সঙ্গী হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সাদিও মানে ও অ্যালেক্স তেলেসের মতো তারকারা।

প্রতি বছরের ২৩ সেপ্টেম্বর সৌদি আরব নিজেদের জাতীয় দিবস পালন করে। সেই উপলক্ষে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আড়াই মিনিটের এক ভিডিও ক্লিপ প্রকাশ করেছে আল নাসর। যেখানে সৌদি আরবের ঐহিত্যবাহী পোশাক পরে তলোয়ার হাতে দেখা গেছে পর্তুগিজ বরপুত্র রোনালদোকে।

নিজেদের ফুটবলকে এক অনন্য উচ্চতায় নিতে বড় অঙ্কের বিনিয়োগ করে যাচ্ছে সৌদি আরব। পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের বড় বড় তারকাদের নিজেদের লিগে ভেড়াচ্ছে তারা। শুরুটা করেছে রোনালদোকে দিয়ে। ইউরোপের পাঠ চুকিয়ে গত বছর সৌদিতে পাড়ি জমান জনপ্রিয় এ তারকা। তার দেখাদেখি পরবর্তীতে একে একে দেশটিতে পাড়ি দিয়েছেন করিম বেনজেমা, নেইমার জুনিয়র, সাদিও মানের মতো তারকারা।
এদিকে সৌদি আরব শুধু ফুটবল লিগ নয়, নিজেদের ঐতিহ্য-ইতিহাসকেও বিশ্বের বুকে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে জাতীয় দিবসকে সামনে রেখে আড়াই মিনিটের ভিডিওটি নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করে আল নাসর। যেখানে রোনালদোর পাশাপাশি ক্লাবটির বড় সব তারকাকে সৌদির ঐতিহ্যবাহী পোশাক পরে গান ও সুর মেলাতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ