সৌদি আরবে আর্থিক জালিয়াতির অভিযোগে ১১ পাকিস্তানিকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
সৌদি বিচার বিভাগের আর্থিক জালিয়াতি ইউনিটের এক তদন্তে বলা হয়, প্রতারক এ চক্রটি সম্ভাব্য লক্ষ্যকে ফোন করে বলে, তাদের ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদ করা প্রয়োজন। অপরাধীরা এ ব্যক্তিগত তথ্য নিয়ে ভুক্তভোগীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয়।
আদালতে তথ্য-প্রমাণ উপস্থিত করার পর এ অপরাধী চক্র দোষী সাব্যস্ত হয়। কারাদণ্ড ভোগ করার পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।