কুয়েতে ২ শতাধিক প্রবাসী বাংলাদেশির স্বেচ্ছায় রক্তদান

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং জাতিসংঘ মানব বসতি কর্মসূচির (ইউএন-হ্যাবিট্যাট) যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান কর্মসূচিতে ২ শতাধিক প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্তদান করেছেন।

google newsFollow us on google news

বাংলাদেশি প্রবাসীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করে ইন্দোনেশিয়া, তুরস্ক, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, ভুটান, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এবং নেপালের রাষ্ট্রদূত, শ্রীলংকান দূতাবাসের প্রতিনিধি, ইউএনএইচ জিসিসি আঞ্চলিক অফিসের মিশন প্রধান, কুয়েতে কূটনৈতিক মিশনের প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তারা, ইউএনএইচ জিসিসি আঞ্চলিক অফিসের কর্মকর্তারা, সদস্যরা।

এসময় অনুষ্ঠানে কুয়েতের বাংলাদেশি কমিউনিটি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আমিরা এইচ আল-হাসান (পিএইচডি), হেড অব মিশন, ইউএনএইচ জিসিসি আঞ্চলিক অফিস।

স্বাগত বক্তব্যে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট ১৯৭৫ সালের সকল শহীদদের। ১৫ আগস্টকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করা হয় এবং পুরো আগস্ট মাসটিকে ‘শোকের মাস’ হিসেবে পালন করা হয়। অন্যান্য অনেক ইভেন্টের মধ্যে, রক্তদান ক্যাম্পেইন আমাদের জাতির পিতাকে দেশে এবং বিদেশে শ্রদ্ধা জানানোর অন্যতম প্রধান উদ্যোগ।

রাষ্ট্রদূত যৌথভাবে রক্তদান অভিযান পরিচালনায় সহায়তার জন্য জাতিসংঘ-হ্যাবিট্যাটের সম্মানিত অফিসকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ কমিউনিটির রক্তদাতাদের অনুপ্রাণিত করার জন্য সকল রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ