গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে মানবপাচার বিরোধী বিভাগ, গোয়েন্দা বিভাগ এবং মালদ্বীপ ইমিগ্রেশন সার্ভিসের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মালে আলোরা স্পা এবং সেলুনে অনৈতিক কাজ চলছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন জন বিদেশি নারী রয়েছেন। তাদের মধ্যে দুজনের বয়স ৩৪, আর তৃতীয় জনের বয়স ৪৩ বছর। পুলিশ জাতীয়তা প্রকাশ করেনি।
বাকি দুই জন হলেন স্থানীয় মালদ্বীভিয়ান নাগরিক পুরুষ। তাদের একজনের বয়স ৩৮ ও অন্যজনের ৩৯ বছর।
গ্রেপ্তারকৃত ৫ জনকে শুক্রবার রিমান্ড শুনানির জন্য ফৌজদারি আদালতে হাজির করা হয়। আদালত তিন মহিলাকে ১৫ দিনের জন্য এবং ৩৪ বছর বয়সী পুরুষকে ১০ দিন এবং ৩৯ বছর বয়সীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কয়েকজন লো-কাট পোশাক পরে ছিল।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মামলাটি পুলিশের অধিকতর তদন্তাধীন রয়েছে।
স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে, মালদ্বীপের রাজধানীতে ও পার্শ্ববর্তী হুলুমালে ম্যাসেজ পার্লার এবং স্পাগুলোতে পতিতাবৃত্তি প্রতিনিয়ত হচ্ছে। যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে প্রকাশ্যে অশ্লীল হয়ে বিদেশি নারীরা বিজ্ঞাপন প্রচার করে