বিয়ের অনুষ্ঠানে নববধূর কন্যা সন্তান প্রসব

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
নববধূ অন্তঃসত্ত্বা

বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে পেটে ব্যাথায় কাতর কনে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের খবর শুনে হতবাক ছেলের বাড়ির লোকেরা। চিকিৎসকরা জানান নববধূ অন্তঃসত্ত্বা। এরপরেই সন্তানের জন্ম দেন ওই তরুণী। যদিও তারপর দিনই বিয়ে ভাঙল নবদম্পতির।

গত ২৬ জুন ধুমধাম করে বাড়ির ছেলের বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে হাজির হয়েছিলেন আত্মীয়-স্বজনেরা। বিয়ের রাতেই অসহ্য পেটে যন্ত্রণা নববধূর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, নববধূ সাত মাসের অন্তঃসত্ত্বা। পর দিন কন্যাসন্তানের জন্ম দেন। ঘটনা ভারতের।

মেয়ের বাড়ির দাবি, তারা বিষয়টি জানতেন। কিন্তু মেয়ের মুখের দিকে চেয়ে ছেলের বাড়ির কাউকে তা জানাতে পারেননি। যদিও তরুণীকে দেখে সন্দেহ হয়েছিল ছেলের বাড়ির লোকেদের। পেট ফোলা কেন? তখন মেয়ের বাড়ির তরফ থেকে জানানো হয়, ক’দিন আগেই অস্ত্রোপচার করে পেট থেকে পাথর বার করা হয়েছে। তাই চিকিৎসক যখন ছেলের বাড়ির লোকেদের জানান, তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা, তা শুনে হতবাক হয়ে যান তারা।

যদিও এ ব্যাপারে পুলিশে অভিযোগ জানায়নি ছেলের বাড়ি। তবে বিয়েও টেকেনি। বিয়ের পরেই সদ্যোজাত সন্তানকে নিয়ে সেকেন্দরাবাদের বাড়ি ফিরে গিয়েছেন তরুণী। কারণ, বিয়ে মানতে আপত্তি ছেলের মা, বাবার। ছেলেও স্ত্রীকে মানতে চাননি।

স্থানীয় দানকাউর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সিংহ জানিয়েছেন, তারা এ বিষয়ের খবর পেয়েছেন। কিন্তু কোনো অভিযোগ দায়ের হয়নি।

সূত্র: আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ