লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে মরিয়ম আক্তার (২৪) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার বিকাল ৫টার দিকে রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কেরোয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ধ্যায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
মৃত মরিয়ম ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে এবং কাতার প্রবাসী মনির হোসেনের স্ত্রী। তার কোনো সন্তান নাই।
পুলিশ জানায়, সোমবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মরিয়মের বাগবিতণ্ডা হয়। কুরবানির ঈদ করার জন্য ২০ হাজার টাকা দাবি করেন মরিয়ম তার স্বামীর কাছে। এতে অপারগতা জানান মনির হোসেন। একপর্যায়ে অভিমান করে বিকালে স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।