বরিশালে বিএনপির সমাবেশের প্রাক্কালে ভোলা-বরিশাল নৌপথে নৌযান চলাচল বন্ধের পর এবার ভোলার অভ্যন্তরীণ রুটে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার বন্ধের দাবিতে শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছে ভোলা বাস মালিক সমিতি।
এদিকে, সারা দেশের সাথে বরশিাল-ভোলার বাস চলাচল বন্ধ ঘোষণার পর পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভোলা-চরফ্যাশন রুটে বাস চলাচল বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আগেই ভোলা-বরিশাল নৌ-রুটে দ্বিতীয় দিনের মতো লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।