নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের ১৬ সদস্য আটক

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১১৪টি পাসপোর্ট, সীল ও অন্যান্য জিনিসপত্রসহ নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু মাহমুদ চৌধুরী। পাসপোর্ট অফিসের আসেপাশের কম্পিউটারের দোকান গুলোতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আড়াইহাজারের সুমন চক্রবর্তী (৪৩), সোনারগায়ের সাদ্দাম হোসেন মামুন (২৫), কুমিল্লা দাউদকান্দির মোহাম্মদ কামান (৩৪), মুন্সিগঞ্জ টংগীবাড়ির মো. আলমগীর (৪৩), ফতুল্লার কুপুবপুর শাহি মহল্লার মো. ইয়াসিন আরাফত (৩২), লক্ষীপুর জেলার রায়পুর ভুইয়া বাড়ি এলাকার মো. ইয়াসিন রানা (২৮), শরিয়তপুরের পালং উপজেলার চর স্বর্ণঘোষ এলাকার আনোয়ার হোসেন (৩৫), সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার মো. হাসিবুল হাসান শান্ত (২৫), ফতুল্লার কুতুপুরের মাহমুদপুর এলাকার ইমরান হোসেন শান্ত (২০), ফতুল্লা দেলপাড়ার মো. রবিউল সানি (২২), সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাইঝপাড়া এলাকার মো. গোলাম রাব্বি, ফতুল্লার পশ্চিম শাহি মহল্লার মো. রফিকুল ইসলাম (২৯), বন্দর নবীগঞ্জের সিফাত হাসান (২৯), সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকার রাব্বি সালাম লিমন (২৮) ও বন্দর উপজেলার আলী নগর এলাকার আল-আমিন (৪০)।

১৬ জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ