পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অবৈধ বালু ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবিতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সাড়াঘাট এলাকায় পদ্মা নদীর ধারে বালু ব্যবসা করে আসছে দুই গ্রুপ। মঙ্গলবার বিকালে আধিপত্য বিস্তার করতে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পালাতে গিয়ে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবিতে ৭ জন নদীতে পড়ে গেলে ৬ জন পাড়ে আসতে পারলেও নিখোঁজ রয়েছেন এক ব্যক্তি।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, নিখোঁজ ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।