মাদারীপুরের শিবচরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি চা-দোকান, দুইটি কুড়া ভুষি দোকান, একটি সেলুন, একটি মুদি দোকান ও একটি ইলেকট্রিক দোকান। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ভুক্তভোগীদের।
রবিরার (১৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার মাদবরচর হাটের মালেক মাদবর মার্কেটে আগুন লাগে। এতে ওই মার্কের্টের ইলেকট্রিক, মুদিখানাসহ মোট ৮টি দোকান ভস্মীভূত হয়। এলাকাবাসির সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয় শিবচর ফায়ার সার্ভিসের ৮ সদস্যের একটি দল। সহযোগিতা করেন এস আই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।
শিবচর ফায়ারসার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।