ওমরাহ পালনে যাওয়ার পথে বাংলাদেশি মা-মেয়ে নিহত

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
বাংলাদেশি মা-মেয়ে নিহত

ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত দুজন হলেন—চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ার বাসিন্দা নূর জাহান (৪৭) ও তার মেয়ে আমিরাহ জাহান (১৩)।

নূর জাহান স্বজন মুহাম্মদ নাসির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নূর জাহান সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেন। তারা আবুধাবি থেকে সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

নাসির বলেন, ‘স্থানীয় সময় রোববার বিকেলে রিয়াদ থেকে মদিনায় প্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে৷ দুটি গাড়িতে আমার মেজ চাচা মোহাম্মদ নুরুল আলম পরিবারের ১৩ জন সদস্য নিয়ে সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাচ্ছিলেন। একটি গাড়ি চালাচ্ছিল ভাতিজি রূপসা আলম। ওই গাড়ির টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় উল্টে যায়।

‘এতে আমার ছোট চাচা আবু তাহেরের স্ত্রী নূর জাহান ও তার মেয়ে আমিরাহ জাহান নিহত হন। আরও ছয়জন আহত হয়েছেন। ছোট চাচা কাজের ব্যস্ততায় ওমরাহ পালনে যেতে পারেননি,’ বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ