ফেনী সদরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

ফেনী সদরের ছনুয়াতে এক প্রবাসীর মরদেহ উদ্বার করেছে পুলিশ ।

শনিবার সকালে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া গ্রামের নতুন বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। গৃহবধূ মর্জিনা আক্তার নিশি ওই বাড়ির দুবাই প্রবাসী ওমর ফারুক টিপুর স্ত্রী।

গৃহবধূর চাচা তাজুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল।

শুক্রবার রাতেও তার স্বামীর সঙ্গে মোবাইলে তর্ক-বিতর্ক হয়। রাতে একমাত্র ছেলের সঙ্গে ঘুমাতে যায় নিশি। সকালে ছেলের ঘুম ভাঙার পর মায়ের মরদেহ ঝুলে আছে দেখে আশপাশের লোকজনকে খবর দেয় সে।

৭/৮ বছর আগে বিয়ে হওয়া পারিবারিক কলহের জেরে নিশি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করেছেন তার চাচা তাজুল ইসলাম।

ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ