চায়না যেকোনো বিজনেসের প্রোডাক্ট থেকে শুরু করে ট্যুর কিংবা জবের জন্য পারফেক্ট জায়গা। তবে বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগবে তা নির্ভর করবে ভিসার ধরণের উপর! পাশাপাশি কোন এয়ারলাইনস বেছে নিচ্ছেন এবং কতদিন থাকবেন তার ওপরও এই বিষয়টা নির্ভর করবে। আসুন আজ বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগতে পারে তা নিয়ে আলোচনা করি।
চীনে যাওয়া মানেই কেবল ভিসা খরচ নিয়ে ভাবলে হবে না। এর পাশাপাশি আপনাকে ভিসা, টিকিট, হোটেল, খাবার এবং অন্যান্য খরচ মিলিয়ে মোট বাজেট তৈরি করতে হবে। যেমন:
বাংলাদেশ থেকে চীনের ভিসা পেতে হলে প্রথমে আপনাকে ট্যুরিস্ট ভিসা বা L ভিসা অথবা বিজনেস ভিসা বা M ভিসা বেছে নিতে হবে। এখানে বলে রাখা ভালো চীনের ট্যুরিস্ট ভিসা সাধারণত ৩ মাস মেয়াদী আর একবার প্রবেশযোগ্য। যার খরচ পড়বে ৬,০০০ – ৮,০০০ টাকা!
অন্যদিকে বিজনেস ভিসা ক্যান্টন ফেয়ার বা প্রোডাক্ট কেনার কাজে ইউজ করা যাবে৷ আর এক্ষেত্রে খরচ পড়বে ৮,০০০ – ১২,০০০ টাকা। মনে রাখবেন আপনি যদি চীনের ইনভাইটেশন লেটার পেয়ে যান তবে আপনার বিজনেস ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর এই ভিসা প্রসেসিং টাইম হবে সাধারণত ৭-১০ দিনের মতো!
এবার আসি ফ্লাইট টিকিটের ব্যাপারে। ঢাকা থেকে চীনের জনপ্রিয় শহর যেমন বেইজিং, গুয়াংজু, শেনজেন বা সাংহাইতে সরাসরি এবং কানেক্টিং ফ্লাইট পাওয়া যায়। এক্ষেত্রে খরচের লিষ্টটা নিচে দেওয়া হলো:
টিপস হিসাবে মনে রাখবেন অগ্রিম বুকিং করলে টিকিটের দাম অনেক কমে যায়। তাছাড়া অপশন হিসাবে বাংলাদেশ বিমানের পাশাপাশি চায়না সাউদার্ন, ড্রাগন এয়ার, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস বেছে নিতে পারেন।
চীনে হোটেলের দাম শহর ভেদে ভিন্ন হয়। তবে বাজেট যাদের কম তারা পার নাইট ৩,০০০ – ৫,০০০ টাকা দামের হোটেলগুলি পেয়ে যাবেন। অন্যদিকে মিড-রেঞ্জ হোটেলের দাম ৬,০০০ – ১০,০০০ টাকা এবং লাক্সারি হোটেলের খরচ পড়বে ১৫,০০০ – ৩০,০০০ টাকার মতো! যারা বিজনেসের কাজের জন্য যাবেন তারা গুয়াংজু বা শেনজেনের ট্রেড সেন্টারের কাছাকাছি হোটেল বেছে নিতে পারেন৷
চীনে খাবারের দাম তুলনামূলক কম! তবে হালাল রেস্টুরেন্টে খরচ একটু বেশি হতে পারে। এক্ষেত্রে লোকাল রেস্টুরেন্টে প্রতি মিল ৪০০ – ৮০০ টাকা, হালাল রেস্টুরেন্টে প্রতি মিল ৮০০ – ১,৫০০ টাকা, ফাস্টফুড মানে ম্যাকডোনাল্ডস, কেএফসিতে ৫০০ – ৯০০ টাকা দামে ভালো ভালো খাবার পাবেন।
চীনে ঘুরতে এবং বিজেনেসের কাজে যাতায়াতের জন্য মেট্রো এবং বাস ব্যবহার করতে পারেন৷ মেট্রোতে প্রতি রাইড ৭০ – ২০০ টাকা, বাসে প্রতি রাইড ৫০ – ১৫০ টাকা এবং ট্যাক্সিতে প্রতি কিলোমিটার ২০০ – ৩৫০ টাকা হবে। বিজনেসের কাজে যদি দেখেন বারবার আপনার বারবার ট্রান্সপোর্ট ব্যবহার করতে হচ্ছে সেক্ষেত্রে মেট্রো কার্ড বানিয়ে নেবেন।
মোটামুটি বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে এবং কত টাকায় ট্যুর কমপ্লিট করতে পারবেন এই প্রশ্নের উত্তরে বলতে হয় ৮০,০০০ থেকে ১ লাখ টাকার মতো! বিজনেসের কাজে গেলে এই খরচের পরিমাণ আরো বাড়তে পারে।