পাসপোর্ট হারিয়ে গেলে কি করবেন?

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

 

অনেক সময় পাসপোর্ট হারিয়ে গেলে প্রবাসীরা সবচেয়ে বেশি বিপদে পড়েন। তবে এই সময় ঠান্ডা মাথায় বেশকিছু স্টেপ ফলো করলে পাসপোর্ট হারিয়ে ফেলা সংক্রান্ত সমস্যায়ও স্বস্তি মিলবে। আসুন আজ এই পাসপোর্ট হারিয়ে গেলে কি করবেন সে-সম্পর্কেই না হয় বিস্তারিত আলোচনা করি। 

 

পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় 

বিদেশে কিংবা দেশে পাসপোর্ট হারিয়ে গেলে বেশকিছু স্টেপ ফলো করে পাসপোর্টের এই অভাব দূর করতে পারবেন। যেমন:

 

জিডি করুন

দেশে থাকতেই পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় হিসাবে জিডি করতে পারেন। এক্ষেত্রে নিকটস্থ থানার সাহায্য নেওয়া যেতে পারে। থানায় সাধারণ ডায়েরি করলে সাধারণত লাস্ট টাইম পাসপোর্ট কোথায় ছিলো, কোথায় থাকাকালীন সময়ে আপনার পাসপোর্ট হারিয়েছে এ সমস্ত তথ্য দিতে হয়। যদি কোনো কারণে দেশে পাসপোর্ট হারিয়ে যায় আশা করি সাধারণ ডায়েরি করে পাসপোর্ট ফিরে পাবে৷ 

 

আবেদন করুন 

এখানে আবেদন বলতে পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর হারানো পাসপোর্ট প্রত্যাহারের নিমিত্তে নিকটস্থ থানার যেকোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করার কথা বলা হচ্ছে। এতে করে পাসপোর্ট খুঁজে না পেলেও পাসপোর্টের অভাব পূরণ করবে নতুন আরেকটি পাসপোর্ট। 

 

মনে রাখবেন এই আবেদন করার সময় আপনাকে রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনার সাথে রাখতেই হবে। তাছাড়া পাসপোর্ট অফিস আপনাকে নতুন যে পাসপোর্টটি দেবে সেটিও যত্নে রাখার চেষ্টা করবেন। কারণ এটিও হারিয়ে গেলে পরবর্তী পাসপোর্ট পেতে অনেক ঝামেলা পোহাতে হবে। 

 

দূতাবাসে যোগাযোগ করুন 

পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় হিসাবে বাংলাদেশের দূতাবাস খুঁজে বের করবেন৷ বিশেষ করে যারা প্রবাসে আছেন এবং পাসপোর্ট হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে এই টিপসটি প্রযোজ্য। 

 

পাসপোর্ট হারানো স্থানটির আওতাধীন থানায় রিপোর্ট করতে কিংবা জিডি করতে তারাই আপনাকে সাহায্য করবে। বলতে গেলে বাংলাদেশ দূতাবাস এমন পরিস্থিতিতে আপনাকে সম্পূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনাকে কোনো টেনশন করতে হবে না। 

 

সতর্ক থাকুন

এবারে হয়তো পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর করণীয় কি সে-সম্পর্কে বলবো না! তবে যা বলবো তা কিন্তু যথেষ্ট কাজের। বলছিলাম পাসপোর্ট সংগ্রহ করে সাথে সাথে ছবি তুলে রাখার কথা। 

 

পাশাপাশি গুগল ড্রাইভে বা গ্যালারিতে ভিসার ছবিও আপলোড করে রাখবেন। এতে করে ভবিষ্যতে পাসপোর্ট হারিয়ে গেলেও পিকচারগুলি স্ক্যানিং করে কোনো৷ না কোনো উপায় বের করতে পারবে বাংলাদেশী দূতাবাস। 

 

পাসপোর্ট হারিয়ে গেলে কি কি লাগে ডকুমেন্টস লাগে?  

  • পাসপোর্ট ফটোকপি
  • পাসপোর্ট সাইজের ছবি
  • এরাইভাল কপি 
  • ভিসা কপি 
  • জিডি কপি
  • সি ফরম
  • দরখাস্ত 
  • এক্সিট পারমিট (যদি থাকে)

 

পাসপোর্ট হারিয়ে গেলে কত টাকা তুলতে খরচ লাগে?

পাসপোর্ট হারিয়ে গেলে কি করবেন সে-সম্পর্কে তো জানলেন। এবারে জানতে হবে খরচের ব্যাপারে। যেহেতু এটি বেশ গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস সেহেতু এটি রিইস্যু করতে বা নতুনভাবে তৈরি করিয়ে নিতে একটি নির্দিষ্ট ফি পে করতে হবে। এক্ষেত্রে আপনার নতুন পাসপোর্ট পেতে ৩০০০ টাকার মতো ফি এর প্রয়োজন পড়তে পারে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ