ময়মনসিংহে হকার্স মার্কেটে আগুন
ময়মনসিংহ নগরীর বাণিজ্যিক এলাকা গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৭টি দোকান । শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেক্ট্রিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তবে দোকানিরা জানান, অগ্নিকান্ডে ৭টি দোকানের ক্ষতি হয়েছে।
এতে পুড়ে গেছে দোকানের মালামাল। এই অগ্নিকান্ডে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।