ময়মনসিংহে পুলিশের মামলায় আসামী বিএনপির ৪০০ নেতাকর্মী

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

ময়মনসিংহে বিএনপির গণ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ৩৫০-৪০০ জনকে।

শনিবার (১৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিএনপির সমাবেশ হয় পলিটেকনিক মাঠে। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকায় আসলে আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে তিন পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের কাজে বাধাদান, হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ