হারুয়ালছড়ি দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (দ.) এর জুলূছ এবং মাহফিল অনুষ্ঠিত

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

রহমতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর ধরাধামে শুভাগমনের স্মৃতি বিজড়িত দিবস মহান ১২ই রবিউল আওয়াল ০৯ অক্টোবর ২০২২ রবিবার আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদের উদ্যোগে হারুয়ালছড়ি দরবার শরীফে ব্যাপক কর্মসূচির মাধ্যমে জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহি ওয়া সাল্লাম উদযাপিত হয়।

মওলূদ রজনী রাত ব্যাপি না’তে রাসূল, সকাল ৮ টায় হাদীয়ে যমান রাদ্বিয়াল্লাহু আনহুর রওযাহ প্রাঙ্গণ থেকে জুলূছ বের হয়ে হারুয়ালছড়ির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রওযাহ শরীফ ময়দানে সালাম ক্বিয়াম সহ দরবার শরীফের ছোট শাহযাদা পীরে ত্বরীক্বত আল্লামা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর মদ্দাযিল্লুহুল আলীর মুনাজাতের মধ্য দিয়ে প্রথম অধিবেশন সমাপ্ত হয়।

ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে জনতার একাংশ

বা’দে আসর হতে পীরে ত্বরীক্বত আল্লামা এস এম জাফর সাদেক আল আহাদীর সভাপতিত্বে কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা মাহফিলে প্রধান আলোচক হিসেবে ত্বকরীর পেশ করেন পীরে ত্বরীক্বত আল্লামা বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর। এতে আলোচনায় আরও অংশগ্রহণ করেন মাওলানা মুহাম্মদ হুসাইন ফারুকী, মাওলানা কারী জহির উদ্দীন, মাওলানা নূর হুসাইন হারূনী ।

মাহফিলের সভাপতি আল্লামা আহাদীর সমাপনী বক্তব্য ও মুনাজতের মাধ্যমে রাত ১০ টায় আলোচনা মাহফিল শেষে মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনালোক সেমা মাহফিল ও বাদে নামাযে ফজর সালাম ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যম মাহফিল কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ