শিরোনাম:
কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত  জাপানের ১০টি দর্শনীয় স্থান: কম খরচে ঘুরে আসুন জাপান  উচ্চ শিক্ষায় ফেলোশিপ কি: জানুন বিস্তারিত বাংলাদেশ থেকে জাপানে কিভাবে ফ্রি স্কলারশিপ পাওয়া যায়: যেখানে পড়তে লাগবে না কোনো টাকা

বিদেশে কাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি কিভাবে নেবেন?

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
বিদেশে কাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি কিভাবে নেবেন?

 

যারা বিদেশে গিয়ে নিজের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চান তাদের উচিত সঠিকভাবে এ টু জেড বিদেশে কাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা। কারণ এটা যেহেতু লং টার্ম প্রসেস এবং গেলে আর ফিরে দেখার সুযোগ নেই সেহেতু আপনার উচিত প্রস্তুতির ক্ষেত্রে নিজেকে একশোতে একশো রাখা। কিন্তু সেটি কিভাবে? আমরা আমাদের আজকের এই গাইডলাইনে মূলত সে ব্যাপারে আলোচনা করবো। জানবো বিদেশে কাজ করতে যাওয়ার জন্য আপনাকে কি কি প্রস্তুতি কিভাবে নিতে হবে। 

 

ভাষা শিখুন

বিদেশে কাজ করতে যাওয়ার আগে সেই দেশের ভাষা কিছুটা শিখে নেওয়া বেশ জরুরি। তবে যদি ফ্লুয়েন্সি থাকে সেক্ষেত্রে তা প্লাস পয়েন্ট হিসাবে যোগ হবে। বিশেষ করে ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকলে আপনার কাজের সুবিধা অনেকটা বেড়ে যাবে। আর যারা এ্যারাবিক কান্ট্রিতে যাবেন তারা আরবি ভাষাটুকুর ব্যাসিক বিষয়গুলি শিখে নেবেন। কারণ non-English speaking দেশে মূলত আরবিটাই বেশি চলে। পাশাপাশি যদি আপনি যে ভাষা জানেন তার প্রুফ হিসেবে কোনো সার্টিফিকেটের ব্যবস্থা করতে তবে তা আরো ভালো। 

 

কাস্টমস এবং নিয়মনীতি সম্পর্কে জানুন

মনে রাখবেন প্রত্যেক দেশেই নিজস্ব কাস্টমস এবং নিয়মনীতি থাকে। বিশেষ করে কাজের ভিসা এবং বিদেশি শ্রমিকদের জন্য কিন্তু ম্যাক্সিমাম দেশেই থাকে আলাদা আলাদা নিয়ম। এক্ষেত্রে সে দেশের শ্রম বাজার এবং আইনকানুন সম্পর্কে ধারণা থাকা উচিত। ইউটিউব, আগে থেকেই দেশটিতে থাকছে এমন কোনো ব্যাক্তি কিংবা ভিসা এজেন্সি থেকে আপনি এই কাস্টমস এবং নিয়মনীতি সম্পর্কে প্রচুর তথ্য এবং আইডিয়া পেয়ে যাবেন। 

 

বিদেশে থাকার প্রস্তুতি

বিদেশে যাওয়ার আগে আগে থেকেই থাকার স্থান ঠিক করে নেবেন। কারণ যাওয়ার পর থাকার স্থান খুঁজতে গেলে অভিজ্ঞতা খুব একটা ভালো নাও হতে পারে। তবে যদি গিয়ে নিজেই থাকার জায়গা খোঁজার প্ল্যান থাকে সেক্ষেত্রে হোটেলে উঠতে পারেন৷ তবে বিদেশে যাওয়ার পর কোথায় থাকবেন সেটা আগে থেকে ঠিক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। 

 

বেসিক জিনিসপত্র শিখে নিন 

বিদেশে যাওয়ার জন্য সঠিক প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে সে দেশের ব্যাসিক জিনিসপত্র শিখে নেবেন। আপনার ভিসা, টিকিট, এবং অন্যান্য ডকুমেন্টস ঠিক আছে কিনা তাও চেক করে নেবেন। আর হ্যাঁ! অবশ্যই সে দেশে জিনিসপত্রের দাম কেমন, গাড়ি ভাড়া কত পড়তে পারে এসব ব্যাপারে জেনে রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে দেশটিতে ইতিমধ্যেই বসবাস করছে বা কাজ করছে এমন কারো সাহায্য নেওয়া যেতে পারে। 

 

আশা করি বিদেশে কাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি কিভাবে নেবেন সে-সম্পর্কে একটি রাফ আইডিয়া পেয়ে গেছেন। যেহেতু এই বিষয়টা আপনার জীবনের ঠিক টার্নিং পয়েন্টের মতো সেহেতু প্রস্তুতি কিন্তু ঠিকভাবে নেওয়া চাই। বলা তো যায় না কোন প্রস্তুতির অভাবে কখন কোন বিপদে পড়েন। তাছাড়া বিদেশে কিন্তু সব জটিলতা একা সামলাতে হয়। সেখানে পরিবার কিংবা বন্ধুবান্ধবের সাহায্য পাওয়াটা যথেষ্ট কঠিন। সুতরাং নিজেকেই নিজের জন্য তৈরি করে নিন। অনেক অনেক শুভ কামনা রইলো। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ