সাঈদীর জন্য দোয়া, ইমামসহ দুজন কারাগারে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার নওগাঁ শহরের তাজের মোড়ে নওগাঁ পৌর আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে তাঁর জন্য দোয়া পাঠের ঘটনা ঘটেছে। উপস্থিত আওয়ামী লীগের নেতা–কর্মীরা তৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ করেন এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা মোনাজাত পরিচালনাকারী ইমামসহ দুজনকে পুলিশের হাতে তুলে দেন।

google newsFollow us on google news

আওয়ামী লীগের নেতা–কর্মী সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় গতকাল মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের তাজের মোড় শহীদ মিনার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ পৌর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল।

অনুষ্ঠানের একপর্যায়ে মোনাজাত পাঠ শুরু হয়। মোনাজাত পরিচালনা করছিলেন তাজের মোড় বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মোয়াজ্জিম হোসেন। মোনাজাতের একপর্যায়ে তিনি সদ্য প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আত্মার শান্তি কামনা করে দোয়া পাঠ করেন। ওই সময় আওয়ামী লীগের উপস্থিত নেতা-কর্মীরা নিষেধ করলেও তিনি দোয়া চালিয়ে যান। এরপর মোয়াজ্জেম হোসেনকে শহীদ মিনারের পাশে নিয়ে জেরা করেন নেতা–কর্মীরা। ইমাম তাঁদের জানান, তাজের মোড়ের রড-সিমেন্ট ব্যবসায়ী হাফিজুর রহমান তাঁকে এই অনুষ্ঠানে সাঈদীর মৃত্যুতে দোয়া পাঠ করতে বলেছেন। পরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা মোয়াজ্জেম হোসেন ও ব্যবসায়ী হাফিজুর রহমানকে পুলিশের হাতে তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ