শিরোনাম:
কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত  জাপানের ১০টি দর্শনীয় স্থান: কম খরচে ঘুরে আসুন জাপান  উচ্চ শিক্ষায় ফেলোশিপ কি: জানুন বিস্তারিত বাংলাদেশ থেকে জাপানে কিভাবে ফ্রি স্কলারশিপ পাওয়া যায়: যেখানে পড়তে লাগবে না কোনো টাকা

ভারতীয় হয়েও বাংলাদেশের প্রিয়তমা ইধিকা!

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩
প্রিয়তমা ইধিকা
ইধিকা

ভারতীয় তরুণ ইধিকা পালের মূল পরিচিতি কলকাতার টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। সুন্দরী এই অভিনেত্রী সেখানকার টিভি সিরিয়ালের পরিচিত মুখ। বেশ কিছু সিরিয়ালের কেন্দ্রীয় এবং নাম ভূমিকায় অভিনয় করে ইধিকা ব্যাপক জনপ্রিয়তা অভিনয় করেছেন। অধুনা তিনি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে চিত্রনায়িকা হিসেবে তার সাফল্য আসলো বাংলাদেশের ছবি প্রিয়তমা’য়। নিজ দেশের বাইরে ভিনদেশীয় এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন বাংলাদেশী চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা অর্থাৎ নাম ভূমিকায়।

ঢাকায় প্রথম ছবিতেই কেন্দ্রীয় তথা নাম ভূমিকায় অভিনয় করে বাজিমাত করেছেন ইধিকা, তাও আবার শাকিব খানের নায়িকা চরিত্রে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ইতিমধ্যেই ঈদে প্রিয়তমা এক নম্বর ব্যবসাসফল ছবির স্বীকৃতি অর্জন করে আমেরিকা ও কানাডার ৪২ সিনেমা হলে প্রদর্শন চলছে।স্বভাবতই এই সাফল্যের অন্যতম ভাগীদার ইধিকাও। আর বিরাট সাফল্যের এই বিষয়টি তার জন্য পরম সৌভাগ্যেরও।

বাংলাদেশে নিজের অভিনীত প্রথম ছবির সাফল্যের বিষয়ে কলকাতা থেকে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইধিকা পাল বলেন, আমি কল্পনাও করিনি যে, প্রিয়তমা এতটা সাড়া ফেলবে। ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শকের মধ্যে এই ছবিটি ঘিরে যে ভালোবাসা দেখছি, তা রীতিমতো আমাকে বিস্মিত করেছে। চলচ্চিত্রে আমার অভিষেক হলো প্রিয়তমা দিয়ে। অভিষেকই আমার ভাগ্য এতোটা সুপ্রসন্ন হবে কল্পনাও করিনি।

ইধিকা আরও বলেন, বাংলাদেশের দর্শকের ভালোবাসা আমি সত্যিই ভীষণ ভীষণ আবেগাপ্লুত। এই ভালোবাসা আজীবন আমি বুকে শ্রদ্ধার সঙ্গে নিয়েই বয়ে বেড়াবো। এর জন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান স্যার, পরিচালক হিমেল আশরাফসহ পুরো প্রিয়তমা টিমের প্রতি। কলকাতার দর্শকও ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। প্রযোজকের প্রতি অনুরোধ – দ্রুত সময়ের মধ্যে ছবিটি কলকাতায় মুক্তি দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ