সৌদির শুল্ক কর্মকর্তারা দাম্মামের কিং আব্দুল আজিজ বন্দরের মাধ্যমে আসা কাঠের প্যানেলের একটি চালানে লুকিয়ে থাকা অবস্থায় প্রায় ৩০ লক্ষ ইয়াবা ট্যাবলেট পাচারকালে আটক করেছে।
গতকাল জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি(জেডএটিসিএ)জানিয়েছে,বিদেশ থেকে আসা একটি চালানে এই ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া গেছে।
জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি(জেডএটিসিএ) নিশ্চিত করেছে যে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরসাথে সমন্বয় করে পরিচালিত একটি নিরাপত্তা অভিযানে পরিচালনা করে চালান গ্রহণকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কাস্টমস অথরিটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে নিরাপত্তা মূলক তথ্য এবং অভিযোগ গ্রহণ করেন এবং যারা সঠিক তথ্য দেন তাদেরকে আর্থিক ভাবে পুরস্কার প্রদান করেন ।