শরীর চর্চার অন্যতম মাধ্যম জীম পদ্ধতিকে নারীদের জন্য সহজ করতে দিনাজপুরে উদ্বোধন করা হল হেলদি ইউ নামে আলাদা জীমনেসিয়াম । শনিবার সন্ধায় শহরের বাসুনিয়াপট্টি রোডে প্রতিষ্ঠানের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন ভোক্তা অধিকার অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ রুনী।
হেলদি ইউ জিম-এর প্রতিষ্ঠাতা পরিচালক সাবা তাহসিনের সভাপতিত্বে এ সময় বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা, নারী উদ্যোক্তাসহ জীমের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিজেকে ফিট, ডেসিং, স্লীম রাখার পাশাপাশি সুন্দর মনের অধিকারী হতে শরীরচর্চা করা অন্যতম মাধ্যম। সকল রোগের মহাঔষধ হিসেবে চিকিৎসা বিজ্ঞানে এর চর্চাও ব্যাপক।
শহরের খোলা জায়গায় শরীর চর্চার উপযুক্ত পরিবেশ না থাকায় নিজের স্বার্থে শরীর চর্চার অন্যতম মাধ্যম জীম পদ্ধতিকে বেছে নেয়ার পরামর্শ দেন বক্তারা ।