ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ভোট বাণিজ্যের অভিযোগ এনে নৈতিক অধঃপতন জনিতত কারণে জেলার ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক কমরেড নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুজনের সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহসভাপতি শামসুল আলম, আলী আহমদ ও মো: মালেক মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে প্রায় ১০ কোটি টাকার ভোট বাণিজ্য হয়েছে। জনপ্রতিনিধিদের ভোট বিক্রী গণতন্ত্রের জন্য হুমকী স্বরূপ।
বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে ভোট বাণিজ্যের জড়িত জনপ্রতিনিধিদের আইনের আওতায় আনার পাশাপাশি তাদের অযোগ্য ঘোষণার দাবী জানান। বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে দুদকসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।