প্রবাসে এনআইডি কার্ড সেবা এবার সৌদি আরবে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
প্রবাসে এনআইডি কার্ড
প্রবাসে এনআইডি কার্ড

মহামারীর সময় ছয়টি দেশে বাংলাদেশিদের এনআইডি সেবা দিতে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। গত জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

google newsFollow us on google news

সংযুক্ত আরব আমিরাতের পর অগ্রাধিকার ভিত্তিতে এবার যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে স্মার্ট এনআইডি দিতে চায় নির্বাচন কমিশন।

সোমবার কমিশন সভা শেষে ইসির এ সিদ্ধান্তের কথা জানান সচিব মো. জাহাংগীর আলম।

যুক্তরাজ্য ও সৌদি আরবেও প্রবাসী বাংলাদেশিদের হাতে আগামী জাতীয় নির্বাচনের আগেই এনআইডি সেবা দেওয়ার আশা রাখেন সচিব।

তিনি বলেন, “আমরা এটা শুরু করেছি। কবে পাবে না (দুই দেশে টিম) যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আশা করি, আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে পারব।”
  • ১৫ টি দেশে পর্যায়ক্রমে যুক্তরাজ্য, সৌদি আরব, কুয়েত, ওমান, মালয়েশিয়া, কাতার, বাহরাইন, জর্ডান, ইতালি, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডায় নিবন্ধন কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।
  • এনআইডি পেতে মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মালদ্বীপে থাকা পাঁচ হাজারেও বেশি প্রবাসী নাগরিক এরই মধ্যে আবেদন করেছেন।
  • এখন থেকে ১৫ বছর আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি উঠে। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে কে এম নূরুল হুদা কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর মহামারীতে সেই উদ্যোগ থমকে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ